ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত আমোরিম

সাবেক ইউনাইটেড মিডফিল্ডার ফ্লেচার ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন, তবে তিনি এর আগে কখনো সিনিয়র কোচিং পদে দায়িত্ব পালন করেননি।

নয়া দিগন্ত অনলাইন
রুবেন আমোরিম
রুবেন আমোরিম |সংগৃহীত

ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেয়ার ১৪ মাস পর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজারের পদ থেকে বরখাস্ত হয়েছেন রুবেন আমোরিম। সোমবার প্রিমিয়ার লিগ ক্লাবটি এ তথ্য নিশ্চিত করেছে।

সাম্প্রতিক দিনগুলোতে আমোরিম ও ওল্ড ট্র্যাফোর্ডের শীর্ষ কর্তৃপক্ষের বিশেষ করে ফুটবল পরিচালক জেসন উইলকক্সের সাথে ক্রমবর্ধমান টানাপোড়েনের পরই এই সিদ্ধান্ত আসে।

ইউনাইটেড এক বিবৃতিতে জানায়, পর্তুগিজ কোচ তার দায়িত্ব ছেড়েছেন এবং ক্লাবের নেতৃত্ব অনিচ্ছাসত্ত্বেও মনে করেছে, পরিবর্তনের এটাই সঠিক সময়।

ক্লাবটি আরো জানায়, এতে করে দল প্রিমিয়ার লিগে সর্বোচ্চ সম্ভাব্য অবস্থানে থেকে মৌসুম শেষ করার সেরা সুযোগ পাবে। ক্লাব রুবেনকে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে। একইসাথে ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানিয়েছে।

বর্তমান অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচার বুধবার বার্নলির বিপক্ষে ম্যাচে ইউনাইটেডের ডাগ আউটে থাকবেন।

রোববার লিডসের মাঠে ১-১ গোলে ড্রয়ের পর প্রিমিয়ার লিগ টেবিলে ইউনাইটেড বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে। ওই ম্যাচের পর এক উত্তেজনাপূর্ণ সংবাদ সম্মেলনে আমোরিম জোর দিয়ে বলেন, তিনি কেবল কোচ নন, বরং ইউনাইটেডের ম্যানেজার। এ সময় তিনি স্কাউটিং বিভাগ ও উইলকক্সকে ‘নিজেদের কাজ ঠিকমতো করতে’ বলেন।

৪০ বছর বয়সী আমোরিম ম্যাচের আগে পর্দার আড়ালের হতাশার ইঙ্গিত দিয়েছিলেন এবং ক্লাবের ট্রান্সফার পরিকল্পনা নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানান। প্রথমে তিনি কিছুটা হতাশ দেখালেও বোর্ডের আস্থা এখনো আছে কি না, এমন প্রশ্নে তিনি বেশ খোলামেলা ছিলেন।

আমোরিম বলেন, বন্ধুরা, শুরুতেই এটা পরিষ্কার করি, আমি লক্ষ্য করেছি আপনারা সব বিষয়ে বেছে বেছে তথ্য পান। আমি এখানে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে এসেছি, কোচ হিসেবে নয়। এটা স্পষ্ট। আমি জানি আমার নাম থমাস টাচেল নয়, এন্টোনিও কন্টে নয়, হোসে মরিনহো নয়, কিন্তু আমি ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার। বোর্ড যতদিন না পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, ততদিন সেটা ১৮ মাস হোক বা যাই হোক, এভাবেই চলবে। এটাই ছিল আমার কথা। আমি এটুকু বলেই শেষ করতে চাই, আমি পদত্যাগ করব না। অন্য কেউ আমাকে বদলাতে না আসা পর্যন্ত আমি আমার কাজ করে যাব।

এরিক টেন হাগকে বরখাস্ত করার পর ২০২৪ সালের নভেম্বরে আমোরিমকে নিয়োগ দেয় ইউনাইটেড।

স্পোর্টিং লিসবনে দুইবার লিগ শিরোপা জিতে তিনি বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় তরুণ কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

আমোরিমের অধীনে ইউনাইটেড গত মে মাসে বিলবাওয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠলেও টটেনহামের কাছে হেরে যায়। তবে প্রিমিয়ার লিগে তারা ভয়াবহভাবে ১৫তম স্থানে শেষ করে, যা ছিল গত ৫০ বছরের মধ্যে তাদের সবচেয়ে খারাপ অবস্থান।

চলতি মৌসুমে কিছুটা উন্নতি হলেও ইউনাইটেড ছিল ধারাবাহিকতাহীন; এখন পর্যন্ত ২০টি লিগ ম্যাচের মধ্যে মাত্র আটটিতে জয় পেয়েছে তারা। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা ১৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

১৪ মাসের এই অধ্যায়টি ইউনাইটেডে স্থায়ী ম্যানেজার হিসেবে সবচেয়ে স্বল্পমেয়াদি দায়িত্বগুলোর একটি। এর আগে ২০১৪ সালে ডেভিড ময়েস মাত্র আট মাসের মাথায় বরখাস্ত হয়েছিলেন।

২০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন ইউনাইটেড ২০১৩ সালের পর আর প্রিমিয়ার লিগ জিততে পারেনি, যা ছিল অ্যালেক্স ফার্গুসনের শেষ মৌসুম।

সাবেক ইউনাইটেড মিডফিল্ডার ফ্লেচার ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন, তবে তিনি এর আগে কখনো সিনিয়র কোচিং পদে দায়িত্ব পালন করেননি।