জন্মদিনে রিয়াল মাদ্রিদকে জয় উপহার কোচ আরবেলোয়ার

আরবেলোয়ার জন্মদিনে লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে তার অধীনে প্রথম জয় পেল রিয়াল মাদ্রিদ, এমবাপ্পের গোলেই লিগে বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমল ১।

নয়া দিগন্ত অনলাইন
লেভান্তেকে ২-০ গোলে হারালো রিয়াল মাদ্রিদ
লেভান্তেকে ২-০ গোলে হারালো রিয়াল মাদ্রিদ |সংগৃহীত

নতুন কোচের অধীনে শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের, হার দিয়ে শুরু হয় আলভারো আরবেলোয়ার যাত্রা। তবে জয়ের জন্য আর বেশি অপেক্ষা করতে হলো না, গতরাতেই পেয়েছেন স্বস্তির জয়ের দেখা।

টানা দুই ম্যাচে হারের পর লিগে শনিবার (১৭ জানুয়ারি) লেভান্তেকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্না ব্যু-তে রিয়ালের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও রাউল অ্যাসেনসিও।

এদিন পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে স্বাগতিকরাই। ম্যাচে ৭০ শতাংশ বল ছিল রিয়ালের দখলে। যদিও প্রথম গোল আদায় করতে দ্বিতীয় হাফ পর্যন্ত অপেক্ষা করতে হয় আলভারো আরবেলোয়ার দলকে।

প্রথমার্ধে ঢিমেতালে গেলেও বিরতির পর বদলে যায় চিত্র। দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কো মাসতানতুয়োনো ও আরদা গুলারকে নামিয়ে আক্রমণে গতি আনেন আরবেলোয়া। এরই ফল আসে দ্রুত।

বক্সের ভেতর আদ্রিয়ান দে লা ফুয়েন্তের ফাউলে পেনাল্টি পান এমবাপ্পে, যা থেকে সফল স্পটকিকে বল জালে জড়ান তিনি। যা মৌসুমে তার ১৯তম লিগ গোল। সেই সাথে লা লিগায় ৫০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন তিনি।

মাত্র ৫৩ ম্যাচে এই কীর্তি স্পর্শ করলেন এমবাপ্পে। যদিও রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো এই কীর্তি গড়েছিলেন ৫১ ম্যাচেই।

এগিয়ে যাওয়ার পর আক্রমণ আরো বাড়ায় রিয়াল। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। গিলেরের কর্নারে দারুণ হেডে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন অ্যাসেনসিও। স্কোর হয় ২-০।

এই গোলের দুই মিনিট পর ব্যবধান আরো বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে, তবে ব্যর্থ হন তিনি। এছাড়া বেলিংহ্যাম ও ভিনিসিয়ুসের আর দু’টি প্রচেষ্টা ঠেকিয়ে দেন লেভান্তে গোলরক্ষক ম্যাথু রায়ান।

গোলের সুযোগ ছিল লেভান্তেরও, তবে গোল করতে পারেনি তারা। ফলে হাসিমুখেই মাঠ ছাড়ে স্বাগতিকেরা। আরবেলোয়ার ৪৩তম জন্মদিনেই এলো রিয়ালের মূল দলের হয়ে তার প্রথম জয়।

এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান ১-এ নামিয়ে আনে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ২০ ম্যাচে ১৫ জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। ১ ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় বার্সেলোনা।