বাংলাদেশে আসছে বিশ্বকাপ

বিশ্বকাপ সামনে রেখে ট্রফি প্রদর্শন নতুন কিছু নয়। প্রতি আসরের আগেই আগ্রহী দেশগুলোর সাথে আলোচনার মাধ্যমে শুরু হয় বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ। গত কাতার বিশ্বকাপের আগেও সোনার ট্রফিটা এসেছিল বাংলাদেশে।

নয়া দিগন্ত অনলাইন
আগামী ১৪ জানুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে বিশ্বকাপের ট্রফি
আগামী ১৪ জানুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে বিশ্বকাপের ট্রফি |ইন্টারনেট

বিশ্বকাপে বাংলাদেশ নেই, কখনো ধারেকাছেও যেতে পারেনি লাল-সবুজের দল। তবে উন্মাদনার কমতি ছিল না কখনো। ৪৮ দেশের মহাযজ্ঞের আমেজ ছুঁয়েছে এই দেশেও। সেই আমেজ আরো বাড়িয়ে দিতে বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি।

জানা গেছে, আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে বিশ্বকাপের সোনালী ট্রফি। দিনক্ষণও প্রায় চূড়ান্ত। আগামী ১৪ জানুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে বিশ্বকাপের ট্রফি। প্রদর্শিত হবে বিশেষ কোনো স্থানে।

বিশ্বকাপ সামনে রেখে ট্রফি প্রদর্শন নতুন কিছু নয়। প্রতি আসরের আগেই আগ্রহী দেশগুলোর সাথে আলোচনার মাধ্যমে শুরু হয় বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ। গত কাতার বিশ্বকাপের আগেও সোনার ট্রফিটা এসেছিল বাংলাদেশে।

রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে প্রদর্শিত হয় সেই ট্রফি। এর আগে ২০১৩ সালেও বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ। তবে সেবারের ট্রফিটি ছিল রেপ্লিকা।

অবশ্য ২০২৬ বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসার বিষয়টা নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর। এই প্রসঙ্গে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘আমাদের বার্তা পাঠিয়েছে যে তারা ট্রফিটা আনছে।’

‘ট্রফিটা বাংলাদেশে এক দিনের জন্য আসবে। আমাদের বলা হয়েছে, ওরা ফাইনাল পরিকল্পনা করে আমাদের দেখাবে। সেখানে যদি আমাদের কোনো ইনপুট থাকে, তারা বিবেচনা করবে,’ যোগ করেন ফাহাদ।

২০২৬ বিশ্বকাপের ম্যাচ বাড়ায় বাড়তে পারে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত টিকিটের সংখ্যাও। বাফুফের এই কর্মকর্তা দিলেন তেমন ধারণাই। বললেন, ‘আমরা ইতোমধ্যে ফিফাকে জানিয়েছি, এবার যেহেতু খেলা বেড়েছে, আমাদের বেশি টিকিট দেয়া যায় কি না।’