চীনের কাছে হেরে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ

২০০৬ সালের পর এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে যেতে হলে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের।

ক্রীড়া প্রতিবেদক
চীনের কাছে হেরে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ
চীনের কাছে হেরে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ |নয়া দিগন্ত

২০০৬ সালের পর এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের চ’ড়ান্ত পর্বে যেতে হলে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। তবে জয় তো দূরের কথা চীনের সাথে লড়াই করতে পারেননি নাজমুল হুদা ফয়সালরা।

রোববার (৩০ নভেম্বর) এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের ‘এ’ গ্রুপের ম্যাচে লাল-সববুজরা পাত্তাই পায়নি। দুই অর্ধে দুটি করে গোল দিয়ে ম্যাচটি ৪-০তে জিতে নেয় চীন।

ফলে স্বাগতিকরাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে গেছে ফাইনাল রাউন্ডে। যা আগামী বছর অনুষ্ঠিত হবে সৌদি আরবে। আর বাংলাদেশ দলকে রানার্সআপ হয়েই দেশে ফিরে আসতে হচ্ছে।

ম্যাচে হ্যাটট্রিক করেছেন চীনের শাউই উইহো। তিনি ৯ ,৩৯ ও ৫৩ মিনিটে তিনবার পরাস্ত করেন বাংলাদেশের কিপার আলিফ রহমান ইমতিয়াজকে। এছাড়া ৮৮ মিনিটে অপর গোল করেন ঝাও। আসরে এটিই গোলাম রাব্বানী ছোটনের দলের একমাত্র হার।