মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিক, উড়ছে মায়ামি

এমএলএস কাপ প্লে-অফের ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে এফসি সিনসিনাটিকে ৪-০ গোল হারিয়েছে ইন্টার মায়ামি। সবগুলো গোলেই অবদান রয়েছে মেসির।

নয়া দিগন্ত অনলাইন
হ্যাটট্রিকের করে ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন মেসি
হ্যাটট্রিকের করে ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন মেসি |সংগৃহীত

ইন্টার মায়ামির জার্সিতে আবারো মেসি ম্যাজিক, অবিশ্বাস্য কীর্তি গড়লেন তিনি। এফসি সিনসিনাটিকের বিপক্ষে করেছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক, করেছেন একটা গোলও। মায়ামি উঠেছে এমএলএস প্লে অফের ফাইনালে।

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় এমএলএস কাপ প্লে-অফের ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে এফসি সিনসিনাটিকে ৪-০ গোল হারিয়েছে ইন্টার মায়ামি। সবগুলো গোলেই অবদান রয়েছে মেসির।

এছাড়া জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তাদিও আলেন্দে। ১৯ বছর বয়সী আরেক উইঙ্গার মাতেও সিলভেত্তির কাছ থেকে এসেছে একটি গোল ও অ্যাসিস্ট।

প্রথম গোলটাই করেন মেসি। প্রতিপক্ষের মাঠে ১৯তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে বক্সে দারুণ এক ক্রস করেন সিলভেত্তি। যা মেসি মাথা ছুঁয়ে জালে জড়ান। চলতি মৌসুমে এটি তার ৩৫তম গোল।

প্রথমার্ধের বাকি সময়ে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করে মায়ামি। সিনসিনাটির রক্ষণে বারবার আটকা পড়ে তারা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় হাভিয়ার মাশ্চেরানোর দল।

বিরতির পর ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মায়ামি। মেসির অ্যাসিস্টে এবার সিলভেত্তি বল জালে জড়ান। ক্লাবের হয়ে যা তার প্রথম গোল। এরপর ৬২ মিনিটে মেসির বাড়ানো বল থেকেই আলেন্দে ৩য় গোলটি করেন।

৭৪ মিনিটে আবারো স্কোরশিটে নাম লেখান আলেন্দে। মেসির অসধারণ এক থ্রু-পাস ধরে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন উইঙ্গার। এরপর অবশ্য আর কোনো গোলের দেখা মেলেনি।

হ্যাটট্রিকের করে ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন মেসি। মায়ামির চতুর্থ গোলের যোগানদাতা মেসির মোট অ্যাসিস্টের সংখ্যা দাড়াল ৪০৪। তার সমান অ্যাসিস্ট আছে কেবল ফেরেঞ্চ পুসকাসের।