এশিয়ান কাপে খেলার অপেক্ষা দীর্ঘ হচ্ছে বাংলাদেশের। আসন্ন আসরে আর খেলা হচ্ছে না হামজা-জামালদের। দুই ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেছে মূল পর্বে উঠার লড়াই থেকে। কোনো সমীকরণ বেঁচে নাই আর।
হংকংয়ের বিপক্ষে দারুণ ড্রয়ের পর কাগজে-কলমে সম্ভাবনা খানিকটা বেঁচেছিল বাংলাদেশের। তবে সম্ভাবনা বেশিক্ষণ টেকেনি, একটু আগে সিঙ্গাপুরের কাছে ভারত হেরে যাওয়ায় সব সমীকরণ শেষ। বিদায় নিয়েছে ভারতও।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপের ম্যাচে মাঠে নামে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং। যেখানে বাংলাদেশ খেলে হংকংয়ের বিপক্ষে, ভারত মুখোমুখি হয় সিঙ্গাপুরের।
বাংলাদেশ-হংকং ম্যাচটা ১-১ গোলে ড্র হলেও ভারত ১-২ গোলে হেরে যায় সিঙ্গাপুরের কাছে। তাতে চার ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট হয় সমান ২। আর চার ম্যাচে হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট সমান ৮।
ফলে ২ ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও ভারতের বিদায়। ফলে হংকং বা সিঙ্গাপুরের থেকে যে কোনো এক দল ‘সি’ গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে খেলবে।
ফলে বাংলাদেশের পরের দুটো ম্যাচ এখন কেবল আনুষ্ঠানিকতার। তবে সেই দুটো ম্যাচ থেকে সান্ত্বনার জয় দিয়ে আসর শেষ করতে চাইবে বাংলাদেশ।