কাতার বিশ্বকাপের পর থেকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান যেন নিজেদের সম্পত্তিতে পরিণত করেছিল আর্জেন্টিনা। তবে তিন বছরের সেই রাজত্বের অবসান ঘটেছে। নতুন শীর্ষে উঠে এসেছে ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ফুটবল র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ প্রকাশ করেছে ফিফা। যেখানে আর্জেন্টিনা ও ব্রাজিলের অবস্থানে পরিবর্তন এসেছে, তবে বাংলাদেশ রয়েছে আগের অবস্থানেই।
২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর থেকেই শীর্ষে ছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে নিজেদের সর্বশেষ ম্যাচে একুয়েডরের কাছে পরাজয়ের ফলে ১৫ দশমিক ০৪ পয়েন্ট হারিয়ে বড় ধাক্কা খেয়েছে আলবিসেলেস্তারা। এক ধাক্কায় দুই ধাপ নিচে নেমে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ে বুলগেরিয়াকে ৩-০ এবং তুরস্ককে ৬-০ গোলে হারিয়ে ৮.২৮ পয়েন্ট অর্জন করেছে স্পেন। এই সাফল্যের সুবাদে ২০১৪ সালের জুনের পর আবারো র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে লা রোজারা।
দুই নম্বরে উঠে এসেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ছয় নম্বরে নেমে গেছে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। অপরিবর্তিত রয়েছে বাংলাদেশের অবস্থান- ১৮৪ নম্বরেই রয়েছে জামাল ভূঁইয়ার দল।
নতুন র্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে সেরা ১০-এর বাইরে (১২ নম্বরে) চলে গেছে জার্মানি। এক ধাপ এগিয়ে সেরা দশে ফিরেছে ইতালি। পর্তুগাল (৫) ও ক্রোয়েশিয়া (৯) এক ধাপ করে উন্নতি করেছে।