মাইলস্টোন ট্রাজেডি : হতাহতদের উদ্দেশে শিরোপা উৎসর্গ আফিদাদের

বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ যায় প্রাণচঞ্চল ফুটফুটে অনেকগুলোর শিশুর।

নয়া দিগন্ত অনলাইন
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে বাংলাদেশ |সংগৃহীত

শিরোপা জিতেছে বাংলাদেশ, আরো একবার হলো সাফ চ্যাম্পিয়ন। উদযাপন হলো বটে। তবে উদযাপনে ছিল না প্রাণচঞ্চলতা। আফিদা-সাগরিকাদের উচ্ছ্বাস ঢাকা পড়ে বিষণ্ণতায়।

বিষণ্ণতা নেমেছিল সোমবার (২১ জুলাই) ভর দুপুরেই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্রাজেডি বিষণ্ণ করে দিয়েছে সবাইকে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ যায় প্রাণচঞ্চল ফুটফুটে অনেকগুলোর শিশুর।

মৃতদের কালো-পোড়া দেহ আর আহতদের আর্তনাদ ছুঁয়ে গেছে সবাইকে। ছুঁয়েছে আফিদা-সাগরিকাদেরও। তবে এই শোক নিয়েই তাদের নামতে হয় মাঠে, নেপালের বিপক্ষে শিরোপা-নির্ধারণী ম্যাচে।

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে সন্ধ্যায় হিমালয়কন্যাদের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে সাগরিকার হ্যাটট্রিকে ৪-০ গোলে জয় পায় বাঘিনীরা। জিতে নেয় আরাধ্য শিরোপা।

তবে এই শিরোপা জয়ের পরও কাঙ্ক্ষিত উল্লাস ছিল না ফুটবলারদের। ছোট ছোট ভাইবোনদের হারানোর বেদনা রক্তক্ষরণ করেছে তাদের হৃদয়েও। ম্যাচ শুরুর আগেও তাই দাঁড়িয়ে থেকে স্মরণ করেন তাদের।

আর শিরোপা জিতেও স্মরণে রাখলেন হতাহতদের। তাদের উদ্দেশে শিরোপাও উৎসর্গ করেন আফিদারা।

কান্নাভেজা চোখে, ভাবগাম্ভীর কণ্ঠে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা মাঠে নামার আগে উত্তরার বিমান দুর্ঘটনার খবরটা শুনি। এরপর আমরা চিন্তা করি যে আজকে আমরা তাদের জন্য খেলব। যারা নিহত হয়েছেন, জয়টা তাদের উৎসর্গ করব। আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি।’