রোনালদোর পথ ধরেই এগিয়ে যাচ্ছেন এমবাপ্পে

‘রোনালদোর মতোই তারো এই অভিপ্রায় রয়েছে যা দলের বাকি সদস্যদের অনুপ্রাণিত করে।’

নয়া দিগন্ত অনলাইন
রোনালদো ও এমবাপ্পে
রোনালদো ও এমবাপ্পে |সংগৃহীত

আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর মতো রিয়ালে ইতিহাস রচনা করার দ্বারপ্রান্তে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, এমনটাই মনে করেন কোচ জাবি আলোনসো।

ফর্মের শীর্ষে থেকে গত মৌসুম শেষ করার পর এ বছরও দুর্দান্তভাবে শুরু করা এমবাপ্পে ২০২৫ সালে রিয়ালের জার্সিতে করেছেন ৫৫ গোল। ২০১৩ সালে এক ক্যালেন্ডার বছরে ৫৯ গোল করে রেকর্ড সেট করা রোনালদোর তুলনায় মাত্র চার গোল দূরে রয়েছেন এমবাপ্পে।

মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর সাথে এমবাপ্পের তুলনায় ক্রমশই বাড়ছে। বিশেষ করে স্প্যানিশ গণমাধ্যম প্রতিনিয়ত এই তুলনাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে।

এক সংবাদ সম্মেলনে আলোনসো বলেছেন, ‘রিয়াল মাদ্রিদে রোনালদো যা করেছে তার সাথে মিল রেখে নুতন করে ইতিহাস রচনার পথে কিলিয়ান অনেকটাই এগিয়ে গেছে। দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেটার জন্য নয়; বরং যে পরিমাণ গোল সে করেছে এবং দলের প্রতি তার যে প্রতিশ্রুতি তাতে তাকে এই মুহূর্তে ক্লাবের সেরা হিসেবে বিবেচনা করাই যায়।

কিলিয়ান দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তার ভেতরে কেবল ভালো কিছু করার আকাঙ্খাই নেই, বরং অন্যদের ওপর ইতিবাচক প্রভাব ফেলারও আকাঙ্খা রয়েছে।

রোনালদোর মতোই তারো এই অভিপ্রায় রয়েছে যা দলের বাকি সদস্যদের অনুপ্রাণিত করে।’

গত মৌসুমে ৩১ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি ইউরোপীয়ান গোল্ডেন শ্যু জয় করেছিলেন এমবাপ্পে। এবার সেই সংখ্যাকে ছাড়িয়ে যাবার ইঙ্গিত ইতোমধ্যেই দিয়ে ফেলেছেন। এখন পর্যন্ত খেলা ১৫ ম্যাচে করেছেন ১৬ গোল, চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে করেছেন ৯ গোল।

শৈশবে বেডরুমের দেয়ালে রোনালদোর পোস্টার লাগানোর কথা নিজেই স্বীকার করেছেন এমবাপ্পে। রোববার লা লিগায় বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে এমবাপ্পে ছোটবেলার আইডল রোনালদোর রেকর্ডের আরো কাছাকাছি পৌঁছে যাবার সুযোগ পাচ্ছেন।

আগামী ১০ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এরপরপরই রয়েছে আলাভেস ও সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচ। এই চার ম্যাচে রোনালদোকে ছাড়িয়ে যাবার যথেষ্ট সুযোগ রয়েছে এমবাপ্পের সামনে।

রিয়াল মাদ্রিদের হয়ে ক্যারিয়ারে ৪৩৮ ম্যাচে পর্তুগিজ সুপারস্টার রোনালদো ৪৫০ গোল করেছেন। ২০২৪ সালে পিএসজি থেকে রিয়ালে যোগ দেবার পর এমবাপ্পে ৭৯ ম্যাচে করেছেন ৬৯ গোল।