গোল পেল বাংলাদেশ, উল্লাসে মাতলো স্টেডিয়াম

৬৫ মিনিটের মাথায় প্রথম গোল পেল বাংলাদেশ। হামজা চৌধুরীর লম্বা থ্রো ধরে সিঙ্গাপুরের গোলরক্ষককে পরাস্ত করেন রাকিব হোসেন। চেষ্টা করেও বলটা রুখতে পারেননি।

নয়া দিগন্ত অনলাইন
মাঠের লড়াইয়ে বাঙলাদেশ-সিঙ্গাপুর
মাঠের লড়াইয়ে বাঙলাদেশ-সিঙ্গাপুর |ইন্টারনেট

গোল পেল বাংলাদেশ। উল্লাসে মেতে উঠলো গোটা জাতীয় স্টেডিয়াম। স্তব্ধ হয়ে যাওয়া ৩০ হাজার সমর্থক গলা ফাটালেন একসাথে। ম্যাচে ফিরলো স্বাগতিকেরা, তবে এখনো পিছিয়ে আছে সিঙ্গাপুর থেকে।

৬৫ মিনিটের মাথায় প্রথম গোল পেল বাংলাদেশ। হামজা চৌধুরীর লম্বা থ্রো ধরে সিঙ্গাপুরের গোলরক্ষককে পরাস্ত করেন রাকিব হোসেন। চেষ্টা করেও বলটা রুখতে পারেননি।

তাতে বাংলাদেশ ম্যাচে ফিরলেও সমতক ফেরেনি। ২-১ গোলে এখনো এগিয়ে সিঙ্গাপুর। বিরতির ঠিক আগে সং উই ইয়াংয়ের গোলের পর দ্বিতীয় গোলটা আসে ৫৮ মিনিটে। গোলটা করেন ইখসান ফান্দি।

বিস্তারিত আসছে......