ফুটবলের উদীয়মান মাস্তানকে নিয়ে স্বপ্ন দেখছেন রিয়াল কোচ। ইউরোপীয় ক্লাবগুলোকে তাক লাগিয়ে মাত্র ১৭ বছর বয়সেই রিয়ালে নাম লেখালেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো।
দুই বছর ধরে নজর রাখা উদীয়মান মাস্তানের সাথে চলতি সপ্তাহেই ছয় বছরের চুক্তি করে রিয়াল। চলমান ক্লাব বিশ্বকাপের পরেই তিনি যোগ দিবেন মাদ্রিদে। ফুটবলের এই তারকাকে নিয়ে উচ্ছ্বসিত রিয়াল কোচ জাবি আলোনসো।
সদ্য ব্রাজিলে যোগ দেয়া কার্লো আনচেলত্তির রিয়ালের হাল ধরেন আলোনসো। ইতোমধ্যে তিনি নতুন মৌসুমের জন্য তিনটি দলবদলও সম্পন্ন করেছেন। ডিন হুইজসেন ও ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের পর তালিকায় সর্বশেষ ইউরোপকে তাক লাগানো মাস্তানতুয়ানো।
ক্লাব বিশ্বকাপে স্বদেশি দল রিভারপ্লেটের হয়ে খেলছেন আলবিসেলেস্তে এই তরুণ মিডফিল্ডার। ক্লাবটির জার্সি গায়ে এ আসরেই তার শেষ হচ্ছে মাঠে নামা। অল্প বয়সে মাস্তানতুয়ানোর প্রতিভায় মুগ্ধ রিয়াল কোচ। সব ঠিকঠাক থাকলে রিয়ালের জার্সি গায়ে মাঠে দেখা যাবে নতুন তারকাকে।
রিয়াল কোচ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মাস্তানতুয়ানোকে পেয়ে আমরা অনেক আনন্দিত। সে ফুটবলের দারুণ এক বিষ্ময়বালক। তার জন্য অবিশ্বাস্য ভবিষ্যৎ অপেক্ষা করছে। তার সাথে আমার যে কথা হয়েছে, তাতে আমার ভালোলেগেছে।’
কোচ আলোনসো আরো বলেন, ‘রিভারপ্লেটে থাকাবস্থায় আমরা মাস্তানতুয়ানোকে পর্যবেক্ষণ করেছি। তার পারফরম্যান্সই তাকে রিয়াল মাদ্রিদে নিয়ে এসেছে। দলের জন্য সে ভালো ভূমিকা রাখবে বলে আশাবাদী।’
ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনা থেকে গত এক দশকে উঠে আসা প্রতিভাগুলোর মধ্যে বড় নাম হতে যাচ্ছে মাস্তানতুয়ানো। ১৭ বছরের এই তরুণ মাঠে টিকে থাকার রেসে দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স।
গেল এপ্রিলে বোকা জুনিয়র্সের বিপক্ষে নজর দেয়ার মতো এক ফ্রি-কিকে গোল করেছিলেন তিনি। এরপর আর্জেন্টিনার কোচ স্কালোনির নজরে আটকে যান আর্জেন্টাইন এই মাস্তান। সদ্য চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আন্তর্জাতিক ফুটবলেও অভিষেক হয়েছে মাস্তানতুয়ানোর।
শেষ মৌসুমটা ভালো যায়নি রিয়ালের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে চার ম্যাচেই হেরেছে এম্বাপ্পেরা। সামনের মৌসুমে মাস্তানতুয়ানোকে নিয়েই রিয়ালের মিশন শুরু হবে। রিয়ালসহ ইউরোপীয় ক্লাবগুলো মুগ্ধ হবে এই আর্জেন্টাইন উদীয়মান মাস্তানের পায়ের যাদুতে, ফুটবলের নান্দনিক ছন্দে।