অস্বস্তি নিয়ে বিরতিতে বাংলাদেশ। প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে টাইগাররা। পেনাল্টি থেকে গোল নিয়ে হংকং এগিয়ে আছে ১-০ গোলে।
মঙ্গলবার কাই তাক স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে লড়ছে হংকং ও বাংলাদেশ। স্বাগতিকরা প্রথমার্ধ শেষ করেছে ১-০ গোলে এগিয়ে থেকে।
জায়ান আহমেদ, সামিত সোম ও তপু বর্মনকে রেখে ফিরতি লেগের শুরুর একাদশ সাজান কাবরেরা। রক্ষণের দৃঢ়তা ধরে রাখার ছক নিয়েই মাঠে নামে বাংলাদেশ।
তাতে রক্ষণে কয়েক দফা হানা দিলেও মিতুল মারমাকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি হংকং। বিপরীতে বাংলাদেশও লড়াই করতে থাকে পাল্লা দিয়ে। তবে শেষ রক্ষা হয়নি।
৩৬তম মিনিটে। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে গড়বড় পাকিয়ে বক্সেই ফাউল করে বসেন তারিক কাজি। যার মাশুল দিতে হয় পেনাল্টি উপহার দিয়ে। নিজে দেখেন হলুদ কার্ড।
পেনাল্টি থেকে গোল পেতে সমস্যা হয়নি হংকংয়ের। মিতুলকে বিপরীত দিকে ছিটকে দিয়ে স্পট কিক থেকে হংকংকে এগিয়ে নেন ম্যাট অর।
গোলের পর আক্রমণে গতি বেড়ে যায় হংকংয়ের। হঠাৎ যেন কিছুটা খেই হারায় বাংলাদেশ। এর মাঝে ৪৪তম মিনিটে বাড়তে পারত বিপদ। মিতুলের গ্লাভস গলে বল প্রায় বেরিয়েই যাচ্ছিলো, তবে তা আটকে দেন একজন।