বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স। ইউক্রেনকে উড়িয়ে শিরোপার লড়াইয়ে নাম লেখাল তারা। বড় জয়ের ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। একটি করে গোল করেন হুগো একিতিকে ও মাইকেল ওলিসে।
বিশ্বকাপের টিকিট পেতে ইউক্রেনের বিপক্ষে ড্র করলেই হতো ফ্রান্সকে। তবে একপেশে ম্যাচে ইউক্রেনকে বিধ্বস্ত করেই নিশ্চিত করেছে বিশ্বকাপে খেলা। বাছাইপর্বের ম্যাচে বৃহস্পতিবার ৪-০ গোলে জয় পেয়েছে ফরাসীরা।
ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। একাধিক সুযোগ পেয়েও প্রতিপক্ষের গোলকিপারের দৃঢ়তায় গোল করতে পারেনি ফ্রান্স। তবে দ্বিতীয় হাফে চারটি গোল করে তারা। গোলের খাতা খোলেন কিলিয়ান এমবাপ্পে।
মাইকেল ওলিসে বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ফ্রান্স, সেখান থেকে স্পটকিকে গোল আদায় করে নিতে ভুল করেননি এমবাপ্পে। ৭৬ মিনিটে ব্যবধান ২-০ করেন ওলিসে।
আর ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও ফ্রান্সের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে ৯৪ ম্যাচে এমবাপ্পের গোল এখন ৫৫টি, সর্বোচ্চ গোলের মালিক হতে দরকার আর ২টি গোল। সেই সাথে ক্যারিয়ারের ৪০০তম গোল পূর্ণ হলো তার।
সুযোগ ছিল হ্যাটট্রিক করারও। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট বাকি থাকতে এমবাপ্পে সুযোগ পেয়েও নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দেন একিতিকেকে। যা জালে পাঠিয়ে ফ্রান্সের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল পেয়ে যান তিনি।
এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ ‘ডি’ থেকে পাঁচ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপ নিশ্চিত করলো দিদিয়ের দেশমদের দল।
এদিকে গতরাতে বিশ্বকাপ বাছাইয়ের অন্য ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় পর্তুগাল। নাটকীয় সেই ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে পর্তুগাল। ম্যাচে লাল কার্ড দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এদিকে মলদোভাকে ২-০ গোলে হারিয়ে এখনো বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। যদিও এই জন্য তাদের পাড়ি দিতে হবে প্লে অফ পর্ব।



