শেষ পর্যন্ত জয় হলো কিলিয়ান এমবাপ্পের। দীর্ঘ আইনি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন এই ফরাসী তারকা। তার পক্ষেই রায় দিয়েছে আদালত। পাচ্ছেন পিএসজির কাছে পাওনা ৬ কোটি ইউরো বা ৮৫২ কোটি টাকা।
২০২৪ সালের জুনে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাব ছাড়ার পর তিনি দাবি করেন, চুক্তি অনুযায়ী তার পাওনা বেতন ও বোনাস পরিশোধ করা হয়নি। যা নিয়ে মামলাও করেন তিনি।
এই মামলায় এমবাপ্পের মোট দাবি ছিল ২৬ কোটি ইউরো। অন্যদিকে পাল্টা দাবিতে পিএসজি এমবাপ্পের কাছে ৪৪ কোটি ইউরো আদায়ের কথা তোলে, যা শেষ পর্যন্ত আদালতে টেকেনি।
প্যারিসের এক শ্রম আদালত মঙ্গলবার এমবাপ্পের পক্ষেই রায় দিয়েছেন। তবে দাবি করা পুরো অর্থ নয়, আদালত জানিয়েছে বিশ্বকাপ জয়ী তারকাকে ছয় কোটি ইউরো দিতে হবে পিএসজিকে।
ধারণা করা হচ্ছে, এমবাপ্পেকে প্রদত্ত বেশিভাগ অর্থ হলো বোনাস, তার বেতন নয়। অন্যদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে ফরাসি চ্যাম্পিয়নদের। যদি তাই করে নাসের আল খেলাইফি, তবে জল গড়াবে আরো বহুদূর।
উল্লেখ্য এমবাপ্পে ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত পিএসজিতে ছিলেন। ২৬ বছর বয়সী এই তারকা পিএসজির ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করেন তিনি। জেতেন ১৫টি শিরোপাও।



