সৌদির জাতীয় দিবসে রোনালদো যেন মধ্যপ্রাচ্যের আরব শেখ

চলতি বছরে আল নাসেরের সাথে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। শঙ্কা তৈরি হয়েছিল ক্লাবটির সাথে তার চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে আরো দুই বছরের জন্য ২০২৭ সাল পর্যন্ত আল নাসরের সাথে চুক্তি নবায়ন করেছেন সিআরসেভেন।

নয়া দিগন্ত অনলাইন
সৌদির সংস্কৃতির সাথেও মিশে গেছেন রোনালদো
সৌদির সংস্কৃতির সাথেও মিশে গেছেন রোনালদো |ইনস্টাগ্রাম থেকে নেয়া ছবি

২০২২ সাল থেকে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তারপর থেকে একাধিকবার তাকে আরবীয় সাজে দেখা গেছে। সর্বশেষ এমনটি দেখা গেল, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সৌদি আরবের জাতীয় দিবসে।

তিনি যে আল নাসেরের হয়ে মাঠে ফুটবল খেলার পাশাপাশি সৌদির সংস্কৃতির সাথেও মিশে গেছেন কালকের সাজটিতে তারই বহিঃপ্রকাশ ঘটেছে।

প্রতি বছরের ২৩ সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস পালন করা হয়। সেই দিনটি উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন রোনালদো। সেই স্ট্যাটাসে জুব্বা পরা তিনটি ছবি আপলোড করেছেন তিনি। প্রথম দেখায় মনে হবে, যেন মধ্যপ্রাচ্যের কোনো শেখ।

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে সৌদি জাতীয় দিবসের শুভেচ্ছা! আমি আশা করি, আজকের দিনটি গর্ব, ঐক্য ও আপনজনদের সাথে আনন্দ উদযাপনে পরিপূর্ণ হবে।’

সৌদি আরবে যোগ দেয়ার পর থেকেই দুর্দান্ত সময় পার করছেন রোলানদো। ২০২৩–২৪ মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতায় ৪৪ গোল করে তিনি দেখিয়েছেন, বয়স কেবল একটা সংখ্যা। সৌদি প্রো লিগে এক মৌসুমে ৩৫ গোল করে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন।

চলতি বছরে আল নাসেরের সাথে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। শঙ্কা তৈরি হয়েছিল ক্লাবটির সাথে তার চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে আরো দুই বছরের জন্য ২০২৭ সাল পর্যন্ত আল নাসরের সাথে চুক্তি নবায়ন করেছেন সিআরসেভেন।

এর আগে, ইউরোপের চাকচিক্যময় ফুটবল ছেড়ে ২০২২ সালের শেষ দিকে সৌদি আরবে পাড়ি জমান ক্রিস্টিয়ানো রোনালদো। নাম লেখান আল নাসেরে। রোনালদোর এমন সিদ্ধান্তে তখন অনেকেই বিস্মিত হয়েছিলেন। অনেকে বলেছিলেন, অর্থের জন্যই সৌদি আরবে গেছেন পর্তুগিজ এই তারকা। তবে সময়ের সাথে সাথে রোনালদো প্রমাণ করে দিয়েছেন—অর্থ নয়, ফুটবলকে ভালোবেসেই সৌদি আরবে যাওয়া তার।