দু’টি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা, নেই নেইমার

সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করেছেন কোচ আনচেলোত্তি; নতুন মুখ লুসিয়ানো জুবা ও ভিটর রকি, দলে নেই নেইমার।

নয়া দিগন্ত অনলাইন
দু’টি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা
দু’টি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা |সংগৃহীত

বাছাইপর্ব শেষ হয়েছে আগে-ভাগেই, প্রীতি ম্যাচ খেলে তাই বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছে ব্রাজিল। চলতি মাসেও দু’টি প্রীতি ম্যাচ খেলবে তারা। মুখোমুখি হবে সেনেগাল আর তিউনিসিয়ার।

সেলসাওরা প্রথমে ম্যাচে প্রতিপক্ষ উত্তর আফ্রিকার দেশ সেনেগাল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামের ১৫ নভেম্বর খেলবে তারা। আর ১৮ নভেম্বর তিউনিসিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সেনেগাল ও তিউনিসিয়ার ম্যাচের জন্য সোমবার ব্রাজিল দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলোত্তি। দলে নতুন দুইজনের সংযোজন হয়েছে। তবে ফেরা হয়নি নেইমার জুনিয়রের।

দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লুসিয়ানো জুবা এবং পালমেইরাসের তরুণ ফরোয়ার্ড ভিটর রকি। তাদের সুযোগ রয়েছে জাতীয় দলে নিজেদের প্রমাণের।

ব্রাজিল দল

গোলরক্ষক : বেন্তো, এডারসন মোরায়েস, হুগো সুজা
ডিফেন্ডার : অ্যালেক্স সান্দ্রো, দানিলো, কাইয়ো হেনরিক, এডার মিলিটাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালায়েস, লুসিয়ানো জুবা, মার্কিনিয়োস, পাউলো হেনরিক, ওয়েসলি
মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, ফ্যাবিনহো, লুকাস পাকেতা
ফরোয়ার্ড : এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো গোয়েস, ভিনিসিয়ুস জুনিয়র ও ভিটর রকি।