বার্সার শিরোপা জয়ের অপেক্ষা বাড়ালো রিয়াল মাদ্রিদ

৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ফ্লিকের বার্সেলোনা। ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। আজ বার্সা জিতে গেলে নিশ্চিত হবে তাদের শিরোপা।

নয়া দিগন্ত অনলাইন
রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

রিয়াল হেরে গেলেই হতো শিরোপা উৎসব। সেই অপেক্ষাতেই গতরাতে বার্নাব্যুতে তাকিয়ে ছিল বার্সেলোনা। তবে মেলেনি সমীকরণ, চ্যাম্পিয়ন হতে আরো একটু অপেক্ষা বাড়ছে কাতালানদের।

বুধবার রাতে মায়োর্কাকে হারিয়ে শিরোপার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে সফরকারীদের ২-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোজরা। তবে আজ বার্সা এস্পানিওয়েলের বিপক্ষে জিতলেই শেষ সব সমীকরণ।

চোট জর্জরিত রিয়াল মাদ্রিদ এদিন একাদশ সাজাতেই হিমশিম খায়। তবে ভাঙ্গাচোরা দল নিয়েও মায়োর্কার বিপক্ষে ম্যাচের প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে এমবাপ্পে-এন্ড্রিকরা।

কিন্তু অনেকটা ধারার বিপরীতে নিজেরাই গোল খেয়ে বসে রিয়াল। ১১তম মিনিটে মায়োর্কাকে এগিয়ে দেন মার্টিন ভালেন্ট। ডি-বক্সের ভেতর থেকে নেয়া তার শট আটকাতে পারেননি রিয়াল মাদ্রিদের গোলরক্ষক।

এরপর বেশকিছু আক্রমণ করেও গোলমুখ দেখেনি রিয়াল মাদ্রিদ। পিছিয়ে থেকেই যায় বিরতিতে। বিরতির পরও সেই একই রূপ। সবই হয়, তবে গোল আসে না। মায়োর্কার গোলরক্ষক রোমান হয়ে উঠেন প্রাচীর।

সেই প্রাচীর ভাঙেন এমবাপ্পে। ৬৮ মিনিটে ব্যক্তিগত প্রচেষ্টায় গোল করে রিয়ালকে সমতায় ফেরান তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৫৪ ম্যাচে ৪০ গোল হয়ে গেল ফরাসি তারকার।

এরপর এগিয়ে যাবার লক্ষ্যে আক্রমণ চালিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে গোলের দেখা পাচ্ছিল না। যখন মনে হচ্ছিলো হয়তো ড্র করে আজই বার্সেলোনাকে শিরোপা উল্লাসে ভাসাবে, তখনই জয়ের উপলক্ষ পায় রিয়াল।

জয়সূচক গোলটি করেন রামন। রিয়ালের জার্সিতে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পান এই ডিফেন্ডার। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোলটি করেন তিনি।

অবশ্য গোলের ব্যবধান আরো বড় হতে পারতো। প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচে রিয়াল নেয় ৩৯টি শট। যেখানে ১১টিই সেভ করেন মায়োর্কা গোলকিপার লিও রোমান।

উল্লেখ্য, ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ফ্লিকের বার্সেলোনা। ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। আজ বার্সা জিতে গেলে নিশ্চিত হবে তাদের শিরোপা।