বিশ্বকাপে থাকছে প্রায় ৮ হাজার কোটি টাকার রেকর্ড প্রাইজমানি

অন্যদিকে রাউন্ড অফ ৩২ থেকে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ১৩৪ কোটি ৩৪ লাখ টাকা। এ ছাড়া গ্রুপ পর্বেই বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ১১০ কোটি টাকা করে।

নয়া দিগন্ত অনলাইন
গত আসরে কাতারে ফ্রান্সের বিপক্ষে মহাকাব্যিক ফাইনাল জিতে লিওনেল মেসিরা ৪২ মিলিয়ন ডলার বা ৫০০ কোটি টাকা পুরস্কার পান
গত আসরে কাতারে ফ্রান্সের বিপক্ষে মহাকাব্যিক ফাইনাল জিতে লিওনেল মেসিরা ৪২ মিলিয়ন ডলার বা ৫০০ কোটি টাকা পুরস্কার পান |সংগৃহীত

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ। যেখানে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ। বেড়েছে প্রতিটি দলের ম্যাচ সংখ্যাও। আগে আসরে ৭টি করে ম্যাচ খেললেও এবার খেলবে ৮টি করে ম্যাচ।

ম্যাচ সংখ্যার মতো বাড়ছে বিশ্বকাপের প্রাইজমানিও। ২০২২ কাতার বিশ্বকাপের থেকে ৫০ শতাংশ বেড়েছে আর্থিক পুরস্কার। আসন্ন বিশ্বকাপে মোট ৬৫৫ মিলিয়ন ডলার উপহার দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আগামী বছরের ১২ জুন পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে মাঠে গড়াচ্ছে এই আসর। টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা।

বিশ্বকাপে আসা ৪৮ দলকে মোট ৬৫৫ মিলিয়ন ডলার বা বাংলাদেশী মুদ্রায় ৭৯৯৮ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকা দেবে ফিফা। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার বা বাংলাদেশী মুদ্রায় ৬১০ কোটি টাকা।

তিন বছর আগে আজকের এদিনেই তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। কাতারে ফ্রান্সের বিপক্ষে মহাকাব্যিক সেই ফাইনাল জিতে লিওনেল মেসিরা ৪২ মিলিয়ন ডলার বা ৫০০ কোটি টাকা পুরস্কার পান।

এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি আরো ১১০ কোটি টাকা বাড়িয়েছে ফিফা। অন্যদিকে ফ্রান্স রানার্সআপ হয়ে পেয়েছিল ৩০ মিলিয়ন ডলার বা ৩৬৬ কোটি টাকা। এবার রানার্সআপ দল প্রায় ৪০৩ কোটি টাকা পাবে।

এছাড়া তৃতীয় হওয়া দল পাবে প্রায় ৩৫৪ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকা। চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল ৩২৯ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকার প্রাইজমানি পাবে। এছাড়া পুরস্কার থাকছে সবার জন্যই।

কোয়ার্টার ফাইনালে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ২৩২ কোটি ৩ লাখ টাকা। আর শেষ ষোলো থেকে বাদ পড়া প্রত্যেক দলের জন্য বরাদ্দ ১৮৩ কোটি ১৮ লাখ ১৮ হাজার টাকা।

অন্যদিকে রাউন্ড অফ ৩২ থেকে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ১৩৪ কোটি ৩৪ লাখ টাকা। এ ছাড়া গ্রুপ পর্বেই বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ১১০ কোটি টাকা করে।