ফুটবল ম্যাচ নিয়ে বেটিং করার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে তুরস্কের ফুটবলে। টার্কিশ ফুটবল ফেডারেশনে এ সম্পর্কে জানিয়েছে- তাদের তদন্তে পেশাদার লিগে দেড় শ’রও বেশি রেফারি বিভিন্ন ফুটবল ম্যাচে বেটিংয়ের সাথে জড়িত থাকার প্রমাণ মিলেছে।
ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাইওসমানগ্লু এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সরকারি অ্যাজেন্সি ৫৭১ জন সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনের বেটিং কোম্পানির সাথে অন্তত একটি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে।
তিনি আরো জানান, এর মধ্যে ১৫২ অ্যাকাউন্ট ফুটবলে বেটিংয়ের কাজে ব্যবহৃত হয়। যার মধ্যে সাতজন শীর্ষ সারির রেফারি ও ১৫ জন শীর্ষ সারির সহকারী রেফারি রয়েছেন।
হাইওসমানগ্লু আরো বলেছেন, ‘১০জন রেফারি ১০ হাজারেরও বেশি ম্যাচে বেটিং করেছেন। কেউ কেউ গত পাঁচ বছরে ১৮ হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন। কেউ কেউ শুধুমাত্র একটি ম্যাচে বাজি ধরেছেন।’
সভাপতি আরো বলেন, ‘আমরা জানি টার্কিশ ফুটবলে এই মুহূর্তে বড় একটি পরিবর্তন প্রয়োজন। আমাদের দায়িত্ব হচ্ছে টার্কিশ ফুটবলকে সঠিক পথে পরিচালনা করা এবং সকল নোংরামি দূর করা।’
তিনি জানিয়েছেন, ফেডারেশনের ডিসিপ্লিনারি বোর্ড তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।



