রেকর্ডের ম্যাচে রোনালদোর জোড়া গোল, জয় আল নাসেরের

পেশাদার ক্যারিয়ারের ১৩০০তম ম্যাচে জোড়া গোল করে আল নাসেরকে ৩-০ জয়ে নেতৃত্ব দেন রোনালদো; এ জয়ে সৌদি প্রো লিগে টানা ১০ ম্যাচ জিতে ইতিহাস গড়ে শীর্ষে উঠেছে দলটি

নয়া দিগন্ত অনলাইন
রেকর্ডের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোল
রেকর্ডের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোল |সংগৃহীত

স্বপ্নের হাজারতম গোলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতরাতে জোড়া গোল করে সেই পথে এগিয়ে গেছেন আরো একধাপ। অবশ্য মাঠে নামতেই তিনি ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক।

শনিবার মাঠে নামতেই নতুন রেকর্ড গড়েন রোনালদো। পেশাদার ফুটবলে যা ছিল তার এক হাজার ৩০০তম ম্যাচ! এমন ম্যাচ রাঙাতে ভুল করেননি, জোড়া গোলে আল নাসেরকে জিতিয়েছেন ৩-০ গোলে।

প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদোর চেয়ে বেশি ম্যাচ খেলার নজির আছে কেবল দু’জনের। পিটার শিল্টন (১৩৯০) ও ব্রাজিলিয়ান গোলকিপার ফাবিও (১৪০৭)। অর্থাৎ অনন্য এক কীর্তিই গড়েছেন সিআর সেভেন।

আল ওখুদের বিপক্ষে শুরু থেকেই পর্তুগিজ ফুটবলার ছিলেন দারুণ ছন্দে। ৩১ মিনিটে সতীর্থের কর্নারে হেড করে দলকে এগিয়ে দেন রোনালদো। আর প্রথমার্ধ্বের যোগ করা সময়ে পূরণ করেন জোড়া গোল।

হ্যাটট্রিকও হতে পারত রোনালদোর। জালে বল পাঠালেও, তৃতীয় গোল পাননি তিনি অফসাইডের কারণে। তবে জোড়া গোলে ৯৫৬তম বার জালের দেখা পেলেন তিনি। হাজার গোল পূরণ করতে আর চাই ৪৪ গোল।

রোনালদো আর গোল না পেলেও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন তার জাতীয় দল সতীর্থ জোয়াও ফেলিক্স। যেই ব্যবধান ধরে রেখে ৩-০ গোলের জয় পায় আল নাসের।

এই জয়ে সৌদি প্রো লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আল নাসের। প্রো লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে আসরের প্রথম ১০ ম্যাচে জিত তারা। ২০১৮-১৯ মৌসুমে প্রথম ৯ ম্যাচে জিতেছিল আল হিলাল।

টানা জয়ে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাসের। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দু’য়ে আছে আল হিলাল।