শৈশবের ক্লাবে ফিরলেন ডি মারিয়া

ডি মারিয়ার ফিরে আসা নিয়ে ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। সাথে লিখেছে, ‘আমাদের ইতিহাসে আরো অনেক কিছু লেখা বাকি। বাড়িতে স্বাগতম।’

নয়া দিগন্ত অনলাইন
আর্জেন্টাই তারকা ডি মারিয়া
আর্জেন্টাই তারকা ডি মারিয়া |ইন্টারনেট

বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া চার বছর বয়সেই যুক্ত হয়েছেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। নিজের জন্মস্থানও সেই রোজারিও শহরে। ১৯৯২ সালে যোগ দিয়ে খেলেছেন ২০০৫ সাল পর্যন্ত।

এর পর যাত্রা শুরু হয় সেন্ট্রালের সিনিয়র দলে। দুই বছর পর ফুটবলের নতুন দুনিয়া দেখতে ২০০৭ সালে পাড়ি জমান ইউরোপে। সেই থেকে ইউরোপের বিভিন্ন ক্লাবে রেখেছেন সফলতার সাক্ষর। পুরনো দিনের সেই স্মৃতিকে সারথি করে আবারো ফিরে গেলেন শৈশবের রোজারিও সেন্ট্রালে।

বৃহস্পতিবার (২৯ মে) আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনের ক্লাব রোজারিও সেন্ট্রাল আনুষ্ঠানিকভাবে ডি মারিয়া ফেরার বিষয়টি ঘোষণা করেছে।

ডি মারিয়ার ফিরে আসা নিয়ে ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। সাথে লিখেছে, ‘আমাদের ইতিহাসে আরো অনেক কিছু লেখা বাকি। বাড়িতে স্বাগতম।’

ইউরোপ যাত্রার প্রথম ক্লাব ছিল বেনফিকা। সেই ক্লাব থেকে অবসর নিয়েই সফর শেষ করলেন আর্জেন্টাইন এই সুপারস্টার। ফুটবল পাড়ায় রিতিমতো ঝড় তুলেছেন পায়ের যাদুতে। ফুটবল দুনিয়াকে দিয়েছেন না ভুলা অনেক স্মৃতি।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং ইতালিয়ান ক্লাব জুভেন্টাস এবং সর্বশেষ ২০২৩ সালে দ্বিতীয়বারের মতো বেনফিকায় ফিরে বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার উপহার দিয়েছেন বিশ্বজয়ী এই তারকা।

স্বপ্ন জয়ের যেন কিছুই বাদ দেননি ডি মারিয়া। একে একে সব পুরস্কার তুলে নিয়েছেন নিজের সেরা সময়ে। ইউরোপ থেকে জিতেছেন ৩০টি ট্রফি। আর্জেন্টিনার হয়ে ছয়টি শিরোপা। এর মধ্যে রয়েছে দু’টি কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০০৮ সালের অলিম্পিক স্বর্ণপদক। সাফল্যের ঝুলি পূর্ণ করে গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ৩৭ বছর বয়সী এই তারকা ফুটবলার।