ব্রাজিলের গোল উৎসব, বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া

সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে শুক্রবার (১০ অক্টোবর) প্রীতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় ব্রাজিল দল। যেখানে ০-৫ গোলে জিতেছে আনচেলত্তির শিষ্যরা।

নয়া দিগন্ত অনলাইন
ব্রাজিলের গোল উৎসব
ব্রাজিলের গোল উৎসব |সংগৃহীত

অবশেষে দেখা মিলল ব্রাজিলের সেই চিরচেনা নান্দনিক ফুটবল। হলো গোল উৎসবও। হলুদ জার্সিধারীরা যেন ফিরে গেল সেই পুরনো দিনে, সমর্থকেরা তুলল তৃপ্তির ঢেঁকুর। এই ব্রাজিলকে কত দিন খুঁজে বেড়িয়েছে তারা!

সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে শুক্রবার (১০ অক্টোবর) প্রীতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় ব্রাজিল দল। যেখানে ০-৫ গোলে জিতেছে আনচেলত্তির শিষ্যরা। জোড়া গোল করেছেন এস্তেভাও ও রদ্রিগো। জালের দেখা পেয়েছেন ভিনিসিউস জুনিয়রও।

তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া ব্রাজিল দলে আজ জ্বলে উঠল যেন ঐতিহ্যকে ধারণ করে। আক্রমণভাগ মুহুর্মুহু আক্রমণ শাণাল, দাপুটে ফুটবল খেলে গেল, আদায় করে নিল গোল; দক্ষিণ কোরিয়াকে প্রতিটি মুহূর্তজুড়ে করে রাখল কোণঠাসা।

ম্যাচের ১৩ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন এস্তেভাও উইলিয়াম। ব্রুনো গিমারাইসের পাস ধরে বল জালে জড়ান তিনি। কিছুক্ষণে পর হেডে জালে বল পাঠান কাসেমিরো। তবে অফসাইডের ফাঁদে তা বাতিল হয়।

ফলে লিড বাড়েনি। তবে চেষ্টার কমতি রাখেনি ব্রাজিল, একের পর এক আক্রমণে একচেটিয়া চাপ ধরে রেখে খেলতে থাকে তারা। দারুণ সব সুযোগও পাচ্ছিল তারা; তবে ব্যবধান বাড়ছিল না। উপলক্ষ আসে ৪১ মিনিটে।

এবার গোল করেন রদ্রিগো। ভিনিসিয়ুসের পাস ডামি করে কাসেমিরোর উদ্দেশে ছেড়ে দেন রদ্রিগো নিজেই। পরে ফের কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

২-০ গোলে এগিয়ে থেকে স্বস্তি নিয়ে বিরতিতে যায় হলুদ জার্সিধারীরা। আর ফিরে এসে দ্বিতীয়ার্ধেও ছন্দময় ফুটবল উপহার দেয় ব্রাজিল। বিরতি থেকে ফিরে দ্বিগুণ শক্তিতে ঝাপিয়ে পড়ে আনচেলত্তির শিষ্যরা।

৪৭ মিনেটে গোল তিনগুণ করে ফেলে অতিথিরা। দ্বিতীয় গোলের দেখা পাম এস্তেভাও। কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জে বল ক্লিয়ার করতে গিয়ে এস্তেভাও এর পায়ে মেরে বসেন, তা দখলে নিয়ে জালে জড়াতে ভুল করেননি চেলসি তারকা।

চতুর্থ গোল আসে ২ মিনিট পরই। কাসেমিরোর থেকে ভিনিসিউস, সেখান থেকে আলতো পাসে বল চলে যায় রদ্রিগোর কাছে। যা নিয়ন্ত্রণে নিয়ে রদ্রিগো ভুল করেননি মোটেও। তড়িৎগতির শট লক্ষ্যবেদ করে দক্ষিণ কোরিয়ার জালে। তাতেই ব্যবধান বেড়ে হয় ৪-০।

আর ৭৭ মিনিটে প্রতি-আক্রমণ থেকে ভিনিসিউস করেন দলের পঞ্চম গোল। ম্যাথিউস কুইয়ার পাস মাঝমাঠ থেকে ধরে দ্রুত গতিতে সবাইকে পেছনে ফেলে ছুটে যান তিনি, এরপর ছুটে আসা ডিফেন্ডারকে কাটিয়ে ঠাণ্ডা মাথার শটে পরাস্ত করেন গোলরক্ষককে।

এরপর আরো সুযোগ পেলেও ব্যবধান বাড়েনি। ৫-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এশিয়া সফরের তাদের দ্বিতীয় প্রীতি ম্যাচ আগামী মঙ্গলবার। যেখানে স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল।