‘ই’ গেমস আয়োজন করবে বাফুফে

রোড টু রিয়াদের অংশ হিসেবে বাফুফের এই উদ্যোগ। রোববার সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল জানান এই তথ্য।

ক্রীড়া প্রতিবেদক
সংগৃহীত

উঠতি ছাত্র-ছাত্রীদের সর্বনাশ করছে মোবাইল আসক্তি। তবে এখন এই মোবাইল বা অন্য কোনো ডিভাইসই তাদের জাতীয় দলে খেলার সুযোগ করে দিতে পারে। কারণ বাফুফে আয়োজন করতে যাচ্ছে ‘ই’ গেমস। রোড টু রিয়াদের অংশ হিসেবে বাফুফের এই উদ্যোগ।

রোববার সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল জানান এই তথ্য।

এই বছরের ডিসেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হবে ফিফা ‘ই’ বিশ্বকাপ। সেখানে অংশ নেয়ার লক্ষ্যেই বাফুফের এই আয়োজন। তিন ক্যাটাগরিতে হবে এই আসর। বাফুফেও ‘ই’ ফুটবল কনসল, ‘ই’ ফুটবল মোবাইল এবং রকেট লিগ আয়োজন করবে।

এছাড়া আগামীতে বিপিএলের ক্লাব গুলোর মধ্যেও ‘ই’ লিগ চালুর কথা জানান বাফুফে সভাপতি। সোমবার (২৫ আগস্ট) থেকে শুরু হবে ‘ই’ ফুটবল কনসোল, ‘ই’ ফুটবল মোবাইল ও রকেট লিগের রেজিস্ট্রেশন। চলবে ২৯ আগস্ট পর্যন্ত। ৫ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর পর্যায়ক্রমে হবে খেলাগুলো। এরপর সেখান থেকে জাতীয় দল গঠন।

১৬ বছর থেকে উপরের বয়সের ছেলে-মেয়েরা এতে অংশ নিতে পারবেন।