ভেনিজুয়েলার বিপক্ষে মেসির নতুন ২ রেকর্ড

৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন কলম্বিয়ার লুইস দিয়াজ। যদিও আর্জেন্টিনা ও কলম্বিয়ার আরো একটা করে ম্যাচ বাকি আছে এবারের বাছাইপর্বে। ফলে এই রেকর্ড এখনো অক্ষত বলার সুযোগ নেই।

নয়া দিগন্ত অনলাইন
মেসির নতুন ২ রেকর্ড
মেসির নতুন ২ রেকর্ড |সংগৃহীত

ক্যারিয়ারে কতো কতো রেকর্ড গড়েছেন মেসি তার ইয়ত্তা নেই। মাঠে নামলেই নিত্য-নতুন কীর্তি লেখা হয় তার নামে। ব্যতিক্রম নয় আজও , ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ খেলতে নেমেও গড়েছেন দারুণ দুটি রেকর্ড।

শুক্রবার ভেনিজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এমনকি এটাই নিজ দেশের মাটিতে তার সর্বশেষ ম্যাচ হতে পারে।

বিশেষ এই দিনে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নেমে জোড়া গোল করেছেন এলএমটেন। তাতে আর্জেন্টিনা জয় পায় ৩-০ গোলে। জোড়া গোল করার পথে দারুণ দুটি রেকর্ডও গড়েছেন মেসি।

মাঠে নামার আগেই হাতছানি দিয়ে ডাকছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। আজ (শুক্রবার) ভোরে বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে মাঠে নামা মাত্রই গড়েন সেই রেকর্ড।

এতদিন বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছিল ইকুয়েডরের ইভান হুর্তাদোর একার। এবার তার পাশে বসে গেলেন মেসি। আজ বিশ্বকাপ বাছাইয়ে নিজের ৭২তম ম্যাচ খেলেন মেসি।

এদিকে আগে থেকেই আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা ছিলেন মেসি। আজ ১৯৪তম ম্যাচে জোড়া গোল পেয়ে গোলসংখ্যা পৌঁছান ১১৪-তে। যেখানে বিশ্বকাপ বাছাইয়ের ৭২ ম্যাচে সর্বোচ্চ ৩৪ গোল হলো মেসির।

তবে বিশ্বকাপ বাছাইয়ে এক সংস্করণে আগের পাঁচ আসরের কখনোই সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি মেসি। তবে এবার সেই আক্ষেপ হয়তো ঘুচবে, ৮ গোল নিয়ে বাছাইপর্বে সর্বোচ্চ গোল স্কোরার এখন তিনি।

৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন কলম্বিয়ার লুইস দিয়াজ। যদিও আর্জেন্টিনা ও কলম্বিয়ার আরো একটা করে ম্যাচ বাকি আছে এবারের বাছাইপর্বে। ফলে এই রেকর্ড এখনো অক্ষত বলার সুযোগ নেই।

বুধবার আলবিসেলেস্তারা খেলবে ইকুয়েডরের সাথে, আর কলম্বিয়া মুখোমুখি হবে ভেনিজুয়েলার। তবে পরের ম্যাচে আবার খেলবেন না মেসি, ফলে দিয়াজ যদি একাধিক গোল পান; তবে অপূর্ণতা রয়েই যাবে মেসির।