সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ

শক্তিশালী দলে নিতে পারলে চ্যাম্পিয়নই হতাম : মনির হোসেন

মনির হোসেন তথ্য দেন, আসরে ইস্টবেঙ্গল খেলেছে চার আফ্রিকান খেলোয়াড় নিয়ে। করাচী সিটিতে ছিল জর্দান লিগের সর্বোচ্চ গোলদাতা।

ক্রীড়া প্রতিবেদক
মনির হোসেন
মনির হোসেন |নয়া দিগন্ত

কোনো ধরনের জয় ছাড়াই প্রথম সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ শেষ করেছে নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি। বৃহস্পতিবার পাঁচ দলের মধ্যে পঞ্চম হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন দলটি। ফাইনালে খেলার বদলে তলানীতে থেকে আসর শেষ করা।

তবে শেষটা ড্র করতে পেরে সন্তুষ্টি খোঁজার চেষ্টায় ক্লাব কোচ মনির হোসেন। অবশ্য উঠতি ফুটবলারদের নিয়ে দল যা করেছে এতে খুশী তিনি। জানান, ‘আমি যদি শক্তিশালী দল নিয়ে যেতাম তাহলে চ্যাম্পিয়ন হয়েই ফিরতাম।’

উল্লেখ্য, আজ ফাইনালে ভারতের ইস্টবেঙ্গলের মুখোমুখি নেপালের এপিএফ।

সাবেক রেফারি মনির হোসেন তথ্য দেন, আসরে ইস্টবেঙ্গল খেলেছে চার আফ্রিকান খেলোয়াড় নিয়ে। করাচী সিটিতে ছিল জর্দান লিগের সর্বোচ্চ গোলদাতা। এপিএল দলে দুইজন ছাড়া বাকি সবাই সিনিয়র জাতীয় দলের। ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডে সবাই জাতীয় দলের। এদের বিপক্ষে আমাদের দুইজন ছাড়া বাকি সব অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড় নিয়ে যা খেলেছি তাতে সন্তুষ্ট।’

তার মতে, ‘এই টুর্নামেন্ট খেলে ফুটবলারদের যে অভিজ্ঞতা হয়েছে তা লিগ খেলে পাওয়া অভিজ্ঞতার চেয়ে ডাবল হবে।’

যোগ করেন, ‘এরাই বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ। তবে স্ট্রাইকার প্রীতি যদি অনূর্ধ্ব-১৭ সাফের মতো মিসগুলো না করতেন তাহলে আমরা এক/দুটি ম্যাচ জিততে পারতাম।’

তার মতে, প্রথম ম্যাচে ঠান্ডার কারণে স্বাগতিক নেপালী ক্লাবের বিপক্ষে সুবিধা করতে পারেনি বাংলাদেশ।

‘পরে কিন্তু আমরা দুই ম্যাচ ড্র করেছি,’ বলেন তিনি।