উড়ছেন রোনালদো, উড়ছে পর্তুগাল

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬ নাম্বার দল পর্তুগাল, আর্মেনিয়া আছে ১০৫ নম্বরে। র‍্যাঙ্কিংয়ের এই বিস্তর ফারাক দেখা গেল মাঠেও।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো |ইন্টারনেট

বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচ খেলতে নেমেই জোড়া গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোল করেছেন জোয়াও ফেলিক্সও। তাতে আর্মেনিয়াকে গোলবন্যায় ভাসাল পর্তুগাল।

প্রতিপক্ষের মাঠে শনিবার ৫-০ গোলে জিতে বিশ্বকাপ বাছাইয়ে যাত্রা শুরু করল রবের্তো মার্তিনেসের দল। পাঁচ গোলের একটি করেন জোয়াও কান্সেলো।

শুক্রবার সকালেই জোড়া গোল করে রোনালদোর পাশে বসেছিলেন মেসি, বিশ্বকাপ বাছাইপর্বে দু’জনের গোল ছিল ৩৬টি। তবে প্রথম সুযোগেই শনিবার তা পেরিয়ে যান রোনালদো। তার গোল এখন ৩৮টি।

মেসিকে ছাড়িয়ে গেলেও বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে আরো এক গোল দূরে রোনালদো। সব মহাদেশ মিলিয়ে সেই রেকর্ডটি কার্লোস রুইজের। ৪৭ ম্যাচ খেলে ৩৯ গোল করেন তিনি।

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬ নাম্বার দল পর্তুগাল, আর্মেনিয়া আছে ১০৫ নম্বরে। র‍্যাঙ্কিংয়ের এই বিস্তর ফারাক দেখা গেল মাঠেও। শুরু থেকেই চাপে ছিল স্বাগতিকেরা। দশম মিনিটেই প্রথম গোল করেন ফেলিক্স।

ডান দিক থেকে জোয়াও কান্সেলোর গোলমুখে বাড়ানো ক্রসে সবার ওপরে লাফিয়ে হেডে বল জালে পাঠান এই স্ট্রাইকার। চাপ ধরে রেখে ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। স্কোরলাইনে নাম লেখান রোনালদো।

ডান দিক থেকে ছয় গজ বক্সের মুখে ক্রস বাড়ান পেদ্রো নেতো। পা বাড়িয়ে শূন্যে নিখুঁত ছোঁয়ায় বলের গতিপথ পাল্টে দেন পর্তুগাল অধিনায়ক, বল খুঁজে পায় ঠিকানা। ফলে জাতীয় দলের হয়ে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো।

৩২ মিনিটে ব্যবধান আরো বাড়ায় কানসেলো। গোলরক্ষকের হাত থেকে ছুটে আসা বল পেয়ে দারুণ গোল করেন তিনি। গোলের পর সাবেক সতীর্থ দিয়োগো জটার স্মরণে বসে পড়ে বিশেষ ভঙ্গিতে উদযাপন করেন কানসেলো।

বিরতির পর আরো প্রাণবন্ত হয়ে ওঠে পর্তুগিজরা। ৪৬ সেকেন্ডের মাথায় প্রায় ২২ গজ দূর থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা দাঁড়াল ১৪০, খেলেছেন ২২২ ম্যাচ।

রোনালদো বদলি হয়ে উঠে যাওয়ার পর আক্রমণের ধারা কিছুটা কমে যায়, তবে ৬১ মিনিটে সৌভাগ্যের ছোঁয়ায় দ্বিতীয় গোলটি পান ফেলিক্স। এরপর আর গোল না হলেও ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।