এমবাপ্পে ছুটছেন, ছুটছে রিয়াল মাদ্রিদও। টানা আট ম্যাচে জালের দেখা পেয়েছেন ফরাসি এই তারকা, লস ব্লাঙ্কোজরাও তুলে নিয়েছে টানা ছয় জয়। বড় ব্যবধানেই শীর্ষস্থান ধরে রেখেছে জাভি আলোন্সোর দল।
সান্তিয়াগো বার্নাব্যূতে শনিবার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়া ৪-০ গোলে হারিয়েচজে আলোন্সোর শিষ্যরা। এমবাপ্পে করেছেন জোড়া গোল, একটি করে গোল করেন জুড বেলিংহাম ও আলভারো কারেরাস।
শুক্রবার রাতে ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা হিসেবে গত মৌসুমের গোল্ডেন বুট জিতেন কিলিয়ান এমবাপ্পে। শনিবার জোড়া গোল করে জানান দিলেন, ‘থামছেন না তিনি।’
এদিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের। আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে ১৯তম মিনিটে গোলও পেয়ে যায় রিয়াল।
পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ভ্যালেন্সিয়ার ডি-বক্সে ডিফেন্ডার সেসার তারেগার হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। যা থেকে গোল করতে ভুল করেননি ফরাসী তারকা।
৩১ মিনিটে আরদা গুলারের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড। এই নিয়ে চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে তার গোল হলো ১৩টি। দেখা যাক মৌসুম শেষে কতো উচ্চতায় তিনি পৌঁছান।
এরপর ৪২তম মিনিটে আলভারো কারেরাস ডি-বক্সে ফাউলের শিকার হলে আবার পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। তবে ভিনিসিয়ুস জুনিয়রের শট রুখে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক।
১ মিনিট পরই বিরতির ঠিক আগ মুহূর্তে গোল করেন বেলিংহাম। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জালে পাঠান ইংলিশ তারকা। প্রথমার্ধ শেষে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
এরপর দ্বিতীয়ার্ধে পুরো সময় নিয়ন্ত্রণে রেখে খেলতে থাকে রিয়াল। তবে গোল পাচ্ছিল না তারা। শেষ পর্যন্ত ৮২ মিনিটে দারুণ এক শটে গোল করেন কারেরাস, ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় রিয়ালের।
এই জয়ে ১১ ম্যাচে ১০ জয় ও ৩০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ। এনফিল্ডে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে তারা।
 


