বিশ্বকাপে খেলা হচ্ছে না ইসরাইলের। বাছাইপর্ব থেকেই বাদ পড়েছে দেশটি। বিপরীতে তাদের হারিয়ে এখনো মূল পর্বে খেলার সম্ভাবনা ধরে রেখেছে ইতালি। ইতোমধ্যে নিশ্চিত করছে প্লে অফ।
নিজেদের মাঠে গতকাল রাতে ইসরাইলকে ৩-০ গোলে হারিয়েছে ইতালি। জোড়া গোল করেন মাতেও রেতেগুই। অন্য গোলটা জিয়ানলুকা মানচিনির।
আগের দুই বিশ্বকাপে খেলা হয়নি একসময়ের দাপুটে দল ইতালির। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা এবারো সরাসরি জায়গা করে নিতে পারেনি বৈশ্বিক মঞ্চে। তবে সুযোগ এখনো আছে, তবে আছে সমীকরণও।
বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘আই’ থেকে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে ইতালি। সমান ম্যাচ খেলে ৩ পয়েন্ট বেশি নিয়ে গ্রুপের শীর্ষে আর্লিং হলান্ডের নরওয়ে।
সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে হলে বাকি দু’টি ম্যাচে মলদোভা ও নরওয়ের বিপক্ষে জিততেই হবে ইতালিকে। সেই সাথে নরওয়ের পয়েন্ট হারানোর দিকেও তাকিয়ে থাকতে হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
তবে সরাসরি বিশ্বকাপে যেতে না পারলেও প্লে অফ নিশ্চিত করে ফেলায় বিশ্বকাপ খেলতে আরো একটা সুযোগ পাবে ইতালি। অন্যদিকে ১৯৭০ সালে শেষ বিশ্বকাপে খেলা ইসরাইলের অপেক্ষা বাড়ছে আরো।
ইতালির উদিনের ব্লুয়েনার্জি স্টেডিয়ামে বিরতির ঠিক আগ মুহূর্তে এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্বাগতিকরা। রেতেগুইকে বক্সে ফাউল করেন ইসারাইলের ডিফেন্ডার মাতান বালতাক্সা। যা চোখ এড়ায়নি রেফারির, বাজান পেনাল্টির বাঁশি।
স্পট কিক থেকে ব্যবধান ১-০ করতে কোনো ভুল করেননি রেতেগুই। বিরতির পর ৭৪ মিনিটে ব্যবধান ২-০ করেন তিনিই। সতীর্থের পাস ধরে নিখুঁত শটে জালে জড়ান রেতেগুই।
ম্যাচের শেষ গোলটি আসে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তিন মিনিটে। ইসরাইলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জিয়ানলুকা মানচিনি।