বিশ্বের ফুটবল ইতিহাসে তৃতীয় মুসলিম খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) তারকা ওসমান দেম্বেলে।
দেম্বেলের আগেও, তার স্বদেশী দুই ফরাসি মুসলিম ফুটবলার মর্যাদাপূর্ণ এই পুরস্কার অর্জন করেন। তারা হলেন- জিনেদিন জিদান (১৯৯৮ সাল) ও করিম বেনজেমা (২০২২ সাল)।
কিন্তু ২০২৫ সালের গৌরবময় এই পুরস্কারের আলাদা দিক হলো- ব্যালন ডি’অর প্রাপ্তির তালিকায় একাধিক মুসলিম খেলোয়াড় ছিলেন, ইতিহাসে এর আগে যা কখনোই দেখা যায়নি।
এবারের মনোনয়নের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল, চুতুর্থ স্থানে মিসরের মোহাম্মদ সালাহ ও ষষ্ঠ স্থানে মরক্কোর আশরাফ হাকিমি।
এর আগে, যে বছর (২০২২ সাল) করিম বেনজেমা ব্যালন ডি’অর জেতেন, সে বছর এই পুরস্কার প্রাপ্তির তালিকায় একজন মাত্র মুসলিম খেলোয়াড় ছিলেন, তিনি হলেন- সেনেগালের তারকা সাদিও মানে (দ্বিতীয় স্থান)।
২৮ বছর বয়সী দেম্বেলে একটি রক্ষণশীল মুসলিম পরিবার থেকে উঠে এসেছেন এবং তার ধর্মীয় অবস্থান একাধিকবার স্পষ্ট হয়েছে। মাঝেমধ্যেই পরিবারের সাথে তাকে ইসলামিক বিভিন্ন উৎসব উদযাপন করতে দেখা যায়।
সূত্র : আলজাজিরা আরবি