রোনালদোকে ছাড়াই ৯ গোল পর্তুগালের, নিশ্চিত বিশ্বকাপের টিকেট

রোনালদোকে ছাড়াই আর্মেনিয়াকে ৯-১ গোলে বিধ্বস্ত করে ব্রুনো ও নেভেসের হ্যাটট্রিকে পর্তুগাল নিশ্চিত করল বিশ্বকাপের টিকিট।

নয়া দিগন্ত অনলাইন
আর্মেনিয়াকে ৯-১ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পর্তুগাল
আর্মেনিয়াকে ৯-১ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পর্তুগাল |সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো দলে ছিলেন না গতরাতে, তবে গোলের অভাব হয়নি পর্তুগালের। আর্মেনিয়াকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে তারা, হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেস।

জিতলে নিশ্চিত বিশ্বকাপের টিকেট, হারলে হাঁটতে হবে অনিশ্চিত পথে- এমন জটিল সমীকরণ সামনে নিয়েই রোববার আর্মেনিয়ার বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল পর্তুগাল।

ড্রাগাও স্টেডিয়ামে ছিলেন না আগের ম্যাচে লাল কার্ড দেখে নিষিদ্ধ হওয়া রোনালদো। তবে তার প্রভাব পড়েনি দলে, শুরু থেকেই ছিল তারা উজ্জীবিত। ৭৬ শতাংশ বল দখলে রেখে পর্তুগাল শট নেয় ৩৪টি!

লিড পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। পঞ্চম মিনিটে এগিয়ে যায় তারা। ব্রুনো ফার্নান্দেজের স্পটকিক প্রথমে আর্মেনিয়া গোলকিপার থামিয়ে দিলেও ফিরে আসা বল হেডে জালে জড়ান রেনেতাও ভিয়েগা।

তবে ১৭ মিনিটে সমতায় ফেরে আর্মেনিয়া। স্বাগতিকদের উৎসব এনে দেন গ্রান্ড লিওন রেনস। মধ্যমাঠ থেকে বল নিয়ে একাই এগিয়ে গিয়ে স্পের্তসিয়ানের সাথে বল আনা নেয়া করে আলতো টোকায় গোল আদায় করেন তিনি।

গোল হজম করে পাগলাটে হয়ে উঠে পর্তুগাল। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। এর মাঝেই ২৭ মিনিটে গোল করেন গানসালো রামোস। দলকে ২-১ লিড এনে দেন তিনি।

২৯ মিনিটে লিড আরো বাড়িয়ে নেয় পর্তুগাল। জোয়াও নেভেস বিশ্বকাপ বাছাইয়ে আদায় করেন নিজের প্রথম গোল। ভিতিনহা থেকে পাওয়া বল জালে জড়াতে ভুল করেননি নেভেস।

৪০ মিনিটে বক্সের সামনেই ফ্রি কিক পেয়ে যায় পর্তুগাল। ফার্নান্দেজের শট হাতে লাগে আগাসারিয়ানের। সেখান থেকে দারুণ এক স্পট কিকে জাল কাঁপান নেভেস। আর যোগ করা সময়ে ৫ম গোলটা এনে দেন ফার্নান্দেজ।

প্রথমার্ধে জোড়া গোল করা নেভেস হ্যাটট্রিকের সুযোগ পান ৪৮তম মিনিটে। দুর্ভাগ্যবশত, নিজেই সুযোগ হাতছাড়া করেন। সামনে কেবল গোলকিপার থাকলেও খেই হারিয়ে বল পাঠান বারের ওপর দিয়ে।

অন্যদিকে ফার্নান্দেজ নিজের জোড়া পূর্ণ করেন ৫৭ মিনিটে। গানসালোর থেকে পাওয়া বল ধরে লক্ষ্যভেদ করেন তিনি। দলকে এনে দেন আরো একটি উৎসবের উপলক্ষ। হ্যাটট্রিক করতেও সময় নেননি ফার্নান্দেজ।

হ্যাটট্রিক আদায় করেন ম্যাচের ৭১ মিনিটে। অসাধারণ পানেনকা শটে জালে বল জড়ান তিনি। ৮০ মিনিটে নেভেসও পান কাঙ্ক্ষিত হ্যাটট্রিক। ততক্ষণে ৮-১ গোলে এগিয়ে গেছে পর্তুগাল। তবে গোল ক্ষুধা যেন মেটেনি।

ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে আরো একটি গোল হজম করে আর্মেনিয়া। জোয়াও ফেলিক্সের পাস থেকে ডি-বক্সের বাইর থেকে জাল কাপান ফ্রান্সিস্কো কোনসেইসাও। স্কোর হয় ৯-১।