বিশ্বকাপ এখন বাংলাদেশে, চলছে প্রদর্শনী

এই মুহূর্তে ট্রফিটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে ঢাকার র‌্যাডিসন ব্লু হোটেলে। সন্ধ্যা পর্যন্ত এই ট্রফি থাকবে সেখানে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

কখনো ফুটবল বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। যেতে পারেনি ধারেকাছেও। তবুও স্বপ্নের সেই ট্রফি মন ভরে দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আজ ঢাকায় এসেছে সোনালি এই ট্রফি।

ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো মাস পাঁচেক বাকি। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই আসরের উন্মাদনা। সেই উন্মাদনা আরো বাড়িয়ে দিতে বিশ্ব ভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ।

বিশ্বভ্রমণের অংশ হিসেবে বিশ্বকাপের সোনালি এই ট্রফি আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে এখন বাংলাদেশে এসে পৌঁছেছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানী ঢাকায় পৌঁছায় বিশ্বকাপ।

১৮ ক্যারেট সোনায় নির্মিত এই ট্রফির সাথে ফিফার প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের ২০০২ সালে বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

সেখানেই জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা এ ট্রফি-বরণ করে নেন। ঢাকঢোল পিটিয়ে দেশীয় আবহে বরণ করে নেয়া হয় এই শিরোপা।

এই নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখল বিশ্বকাপের ট্রফিটি। এর আগে ২০০২, ২০১৩ ও ২০২২ সালে এই দেশে আসে সোনায় মোড়ানো এই শিরোপা।

বিশ্বকাপ বাংলাদেশে আসলেও তা যে কারো ছুঁয়ে দেখার সুযোগ নেই। কেননা শুধুমাত্র বিশ্বকাপজয়ী, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও ফিফার সভাপতিই আসল বিশ্বকাপ ট্রফি স্পর্শ করতে পারেন।

এই মুহূর্তে ট্রফিটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে ঢাকার র‌্যাডিসন ব্লু হোটেলে। সন্ধ্যা পর্যন্ত এই ট্রফি থাকবে সেখানে।