বাংলাদেশ দল ঘোষণা

হামজার সাথে আছেন সামিত-ফাহমিদুল

হামজা চৌধুরীর অভিষেকের মধ্য দিয়ে জোয়ার উঠে বাংলাদেশ ফুটবলে। যেই জোয়ারে গা ভাসালেন কানাডা জাতীয় দলের হয়ে খেলা সামিত ও ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল।

নয়া দিগন্ত অনলাইন

হামজা চৌধুরী তো আগে থেকেই ছিলেন। সামিত সোম আর ফাহমিদুলের অন্তর্ভুক্তির খবরও রটে গিয়েছিল ফুটবল পাড়ায়। হলোই তাই, প্রবাসী এই ফুটবলারদের নিয়েই দল প্রস্তুত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ও ১০ জুন সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচকে সামনে রেখে বুধবার ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে।

ভারতের ম্যাচের আগে বাংলাদেশের ক্যাম্পে ডাক পেলেও শেষ মুহূর্তে বাদ পড়া ফাহমিদুল প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন দলে। অভিষেকের অপেক্ষায় আছেন সামিত সোমও।

গত মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর অভিষেকের মধ্য দিয়ে জোয়ার উঠে বাংলাদেশ ফুটবলে। যেই জোয়ারে গা ভাসালেন কানাডা জাতীয় দলের হয়ে খেলা সামিত ও ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল।

ফাহমিদুল ইতোমধ্যে পৌঁছে গেছেন বাংলাদেশে। বুধবার সকাল ৯টার দিকে রোম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।

এদিকে ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মোহামেডান সেন্ট্যারব্যাক জাহিদ হাসান শান্ত। আর দলে ফিরেছেন তাজ উদ্দিন ও সুমন রেজা। বাদ পড়েছেন মোহাম্মদ সোহেল রানা, শাকিল হোসেন ও চন্দন রয়।

ভুটান ও সিঙ্গাপুর, দুটি ম্যাচই ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, মো: রিদয়, কাজেম কিরমানি, সোহেল রানা, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা।