ফেডারেশন কাপ

টাইব্রেকারে গড়ালো লড়াই, শিরোপা ধরে রাখলো বসুন্ধরা

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) ‘১৫ মিনিটের ফাইনাল’ জিতেছে ১০ জনের কিংসই, টাইব্রেকারে আবাহনীকে ৫-৩ গোলে হারিয়ে ধরে রেখেছে ফেডারেশন কাপের শিরোপা।

নয়া দিগন্ত অনলাইন
ফেডারেশন কাপের শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস
ফেডারেশন কাপের শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস |সংগৃহীত

অবশেষে চ্যাম্পিয়ন খুঁজে পেল ফেডারেশন কাপ (এফএ কাপ)। নাটকীয়তায় ভরপুর ম্যাচের শিরোপা নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। যেখানে আবাহনীকে আক্ষেপে পুড়িয়ে শেষ হাসি বসুন্ধরা কিংসের।

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) ‘১৫ মিনিটের ফাইনাল’ জিতেছে ১০ জনের কিংসই, টাইব্রেকারে আবাহনীকে ৫-৩ গোলে হারিয়ে ধরে রেখেছে ফেডারেশন কাপের শিরোপা।

ফেডারেশন কাপের এই ফাইনাল মাঠে গড়িয়েছিল গত মঙ্গলবার। তবে কালবৈশাখীর তাণ্ডবে ১৫ মিনিট বাকি থাকতেই স্থগিত হয় খেলা। অতিরিক্ত সময়ের খেলায় ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

পরে জানানো হয় আজ (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে বাকি থাকা সময়ের খেলা। সেই অনুযায়ী শুরু হয় লড়াই। তবে আগের দিনে ফয়সাল আহমেদ শেষ মুহূর্তে লাল কার্ড দেখায় এদিন বসুন্ধরাকে খেলতে হয় ১০ জন নিয়ে।

১০ জনের দল নিয়েও আবাহনীকে আটকে ম্যাচ টাইব্রেকারে নিয়ে গেছে কিংস। সেখানে নায়কের নাম মেহেদি হাসান শ্রাবণ। কিংস গোলকিপার আটকে দিয়েছেন আবাহনীর একটি শট। যা গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

বসুন্ধরার হয়ে জোনাথন ফার্নান্দেজ, মোরছালিন, তপু বর্মণ, ইনসান ও ডেসিয়েল গোল করেন। বিপরীতে আবাহনীর হয়ে বরাফায়েল, মাহাদী খান ও মিরাজুল গোল করলেও পারেননি এমেকা। তার শট ঠেকিয়ে দেন শ্রাবণ।

এই হারে প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনীর ফের শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল আরো। আর কিংস পেল টানা দ্বিতীয় ও সব মিলিয়ে চতুর্থ ফেডারেশন কাপের স্বাদ।