ভারতে আসতে মুখিয়ে আছেন মেসি, জানালেন সফরসূচি

কলকাতা, মুম্বাইয়ের পর আহমেদাবাদ ও দিল্লিতে যাবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও দেখা করার কথা তার।

নয়া দিগন্ত অনলাইন
ভারতে আসতে মুখিয়ে আছেন মেসি
ভারতে আসতে মুখিয়ে আছেন মেসি |সংগৃহীত

১৪ বছর পর ভারতে আসছেন লিওনেল মেসি। ব্যক্তিগত সফরে ক্রিকেটের এই বধ্যভূমিতে পা রাখবেন তিনি। ডিসেম্বরে আসার কথা তার। গতরাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেসি নিজেই, প্রকাশ করেছেন সফরের সূচিও।

আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে ভারত সফরে আসবে আর্জেন্টিনা। কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলার কথা তাদের। সেই ম্যাচে লিওনেল মেসি খেলবেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে ডিসেম্বরে মেসির ভারত ভ্রমণ পাকা। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই নিশ্চিত করেছেন। ফলে সবকিছু ঠিক থাকলে ২০১১ সালের পর ফের ভারতে আসছেন তিনি।

ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভারত সফরের সূচি প্রকাশ করে মেসি লেখেন, ‘আমি সত্যিই খুব উচ্ছ্বসিত যে, ডিসেম্বরে আমি ভারতের মতো একটি সুন্দর দেশ ভ্রমণে যাচ্ছি। কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডল কাপ ও দাতব্যকাজে অংশ নেয়া দারুণ ব্যাপার হবে।’

সফরসূচি জানিয়ে মেসি বলেন, ‘এই ইভেন্টগুলো কলকাতা, মুম্বাই, নয়াদিল্লির আইকনিক স্টেডিয়াম ও সম্ভবত আরেকটি শহরে হবে। যার টিকিট পাওয়া যাবে শুধু ডিসট্রিক্ট অ্যাপে।’

মেসিকে মূলত নিয়ে আসছেন ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তাই তাকে ধন্যবাদ জানিয়ে মেসি লেখেন, ‘ভারতের সবচেয়ে বড় তারকা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করা ও কথা বলার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের ব্যাপার হবে। ১৪ বছর পর আমাকে ভারতে যাওয়ার সুযোগ দেয়ায় দ্য শতদ্রু দত্ত ইনিশিয়েটিভকে ধন্যবাদ।’

জানা গেছে, আগামী ১২ ডিসেম্বরে কলকাতায় পা রাখবেন মেসি। ১৩ ডিসেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘GOAT Cup’ ও ‘GOAT Concert’। এখানে মেসির সাথে সাক্ষাৎ করবেন ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী, ফুটবল কিংবদন্তি বাইচুং ভুটিয়া ও টেনিস মহাতারকা লিয়েন্ডার পেজ।

১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বাই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তার সাথে দেখা করবেন বলিউড কিং শাহরুখ খান ও ক্রিকেট সুপারস্টার শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি। সেখানে একটি প্রীতি ক্রিকেট ম্যাচেও অংশ নেয়ার কথা আছে মেসির।

কলকাতা, মুম্বাইয়ের পর আহমেদাবাদ ও দিল্লিতে যাবেন আটবারের ব্যালন ডি'অর জয়ী। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও দেখা করার কথা তার।