ফুটবল

কলকাতায় মেসি, মধ্যরাতেও ছড়াল উন্মাদনা

কলকাতায় মেসি, মধ্যরাতেও ছড়াল উন্মাদনা

প্রায় ১৪ বছর পর ভারতে এসে মধ্যরাতে কলকাতায় নামতেই লিওনেল মেসিকে ঘিরে ব্যাপক উন্মাদনা ছড়ায়; তিন দিনের সফরে ব্যস্ত সূচিতে সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠানে যোগ দিয়ে এরপর হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে যাবেন বিশ্বকাপজয়ী এই তারকা।

সৌদি পেশাদার লিগে সালাহর প্রতি আগ্রহ

সৌদি পেশাদার লিগে সালাহর প্রতি আগ্রহ

৩৩ বছর বয়সী সালাহকে নিয়ে এর আগেও সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহের কথা শোনা গিয়েছিল। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আল-ইত্তিহাদের ১৫০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল লিভারপুল।

এবার চ্যাম্পিয়নস লিগেও হোচট খেল রিয়াল মাদ্রিদ

এবার চ্যাম্পিয়নস লিগেও হোচট খেল রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে এগিয়ে থেকেও চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির কাছে ২–১ ব্যবধানে হেরে দুঃসময় বাড়াল। এমবাপ্পে অনুপস্থিতির প্রভাব এবং দুর্বল ফিনিশিংয়ে রিয়াল পুরো ম্যাচে মাত্র এক শট নিয়েই থেমে গেছে।

বিশ্বকাপের আগে উরুগুয়ে ও জাপানের মুখোমুখি হবে ইংল্যান্ড

বিশ্বকাপের আগে উরুগুয়ে ও জাপানের মুখোমুখি হবে ইংল্যান্ড

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এল-গ্রুপে ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

ম্যান সিটির বিপক্ষে খেলবেন এমবাপ্পে

ম্যান সিটির বিপক্ষে খেলবেন এমবাপ্পে

এবারের মৌসুমে এখন পর্যন্ত সব মিলিয়ে ২১ ম্যাচে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন এমবাপ্পে।