সৌদি আরবের রিয়াদে চলমান ষষ্ঠ ইসলামী সলিডারিটি গেমসে আরেকটি পদক জিতেছে বাংলাদেশ। এবার দেশকে পদক এনে দিলেন শিখা খাতুন। তার ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছিল গত পরশুই। আজ ছিল সেমিফাইনাল ম্যাচ। এতে তিনি মিরসীয় প্রতিযোগীর বিপক্ষে জিতলেই রৌপ্য নিশ্চিত করতেন। কিন্তু তার আর না হওয়ায় রৌপ্যতেই সন্তুষ্ট থাকতে হলো। ৫৬ কেজিতে তিনি এই পদক জয় করলেন। উশুর নিয়ম হলো ৮ জন প্রতিযোগী হলে সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ নিশ্চিত। তবে এই নিয়মের গ্যাড়াকলে পড়েই আজ রাত দশটার লড়াই পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে অপর বাংলাদেশী উশু খেলোয়াড় সাকি আক্তার। সেমিফাইনালে উঠলেও তিনি ব্রোঞ্জ পাচ্ছেন না। কারণ তার ৬০ কেজি বয়স শ্রেণিতে প্রতিযোগীর সংখ্যা ছয়জন। তাই আন্তর্জাতিক উশু ফেডারেশনের নিয়মানুযায়ী ছয়জনের খেলা হলে সেমিফাইনালে উঠলেই পদক জুটবে না। জিততে হবে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে। তাই আজ রাতে সাকির লড়াই ছিল তিউনিশিয়ার প্রতিপক্ষের বিপক্ষে। ব্রোঞ্জ পদক জয়ের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ তিউনিশিয়ার দিরিদি ইয়ার সাথে ম্যাচ ছিল সাকি আক্তারের। কিন্তু এই ম্যাচে সাকি ০-২ পয়েন্টে হেরে বঞ্চিত হন পদক জিততে।
বাংলাদেশ দল এর আগে ভারোত্তোলন ও টিটিতে ব্রোঞ্জ পদক পায়। ফলে লাল-সবজুদের ভান্ডারে এখন পাঁচ পদক।



