৬ বছর পর চ্যাম্পিয়ন নিয়াজ মোরশেদ

বুধবার (১ অক্টোবর) শেষ দিনে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের অপ্রত্যাশিত হার কক্সবাজারের শাকের উল্লাহর কাছে।

ক্রীড়া প্রতিবেদক
নিয়াজ মোরশেদ
নিয়াজ মোরশেদ |নয়া দিগন্ত

৪৯তম জাতীয় দাবায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। বুধবার (১ অক্টোবর) শেষ দিনে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের অপ্রত্যাশিত হার কক্সবাজারের শাকের উল্লাহর কাছে।

অন্যদিকে নিয়াজের জয় ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের বিপক্ষে। আগের রাউন্ড পর্যন্ত নিয়াজের সাথে যৌথভাবে শীর্ষে থাকা ফাহাদ এতে পিছিয়ে পড়েন। ফলে নিয়াজের সপ্তমবারের মতো জাতীয় দাবায় শিরোপা জয়। তিনি ১৩ খেলায় সাড়ে ১০ পয়েন্ট পান। নিয়াজ এর আগে ১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮২, ২০১২, ২০১৯ সালে চ্যাম্পিয়ন হন।

ফাহাদ সাড়ে নয় পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছেন। সাকলাইন মোস্তফা সাজিদ সাড়ে আট পয়েন্ট নিয়ে তৃতীয় হন। গতবারের চ্যাম্পিয়ন মনন রেজা নীড় চতুর্থ হন।