আফগানিস্তানের পর নেপালকে হারিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করে রেখেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার সহায়তায় এবার আগেভাগেই এশিয়া কাপের শেষ চার নিশ্চিত করলো জুনিয়র টাইগাররা।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে সোমবার আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। তাদের এই জয়ে নিশ্চিত হয়েছে ‘বি’ গ্রুপের দুই সেমি-ফাইনালিস্ট দল।
যেখানে বাংলাদেশের পাশাপাশি সেরা চারে উঠেছে লঙ্কানরাও। তাই গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটা কেবল মাঠে গড়াবে গ্রুপ চ্যাম্পিয়ন খুঁজতে। বুধবার এই মাঠেই খেলবে দুই দল।
গ্রুপের প্রথম দুই ম্যাচে দুটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। অপরদিকে নিজেদের প্রথম দুই ম্যাচই হেরেছে আফগানিস্তান ও নেপাল। তাতে বিদায়ঘণ্টা বেজে গেছে তাদের।
উল্লেখ্য, সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২৩৫ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। দলের সর্বোচ্চ ৫২ রান করেন ওসমান সাদাত।
শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নেন সেথমিকা সেনেবিরত্নে ও দুলনিথ সিগেরা। এছাড়া হিনাটিগালা ও রাসিথ নিমসারা পান ২টি করে উইকেট।
রান তাড়ায় ৫৫ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। এরপর জোড়া উইকেট হারালেও তবে দলকে পথ হারাতে দেননি ভিরান চামুন্দিথা ও কাভিজা গামাগে। ৬২ রান করেন ভিরান। কাভিজা ৩৪ রান করে ফেরেন।
আর তাদের বিদায়ের পর লঙ্কানদের টানেন চামিকা হিনাটিগালা। ১ ছক্কা ও ৩ চারে ৫৭ বলে ৫১ রান করে দলের জয় নিশ্চিত করেন তিনি। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।



