তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শনিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুরে বেলা দেড়টায় শুরু হবে খেলা। যেখানে টসে হেরে আগে ব্যাট করবে টাইগাররা। অভিষেক হয়েছে মাহিদুল ইসলামের।
এই ম্যাচ দিয়ে দু’বছরের বেশি সময় পর ‘হোম অফ ক্রিকেটে’ ফিরছে ওয়ানডে। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর এই মাঠে গড়ায়নি ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ। হারানো ছন্দ খুঁজে পেতে চেনা মাঠেই ফিরছে দল।
ওয়ানডেতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। টানা চারটা সিরিজ হেরেছে টাইগাররা। অবস্থা এতটাই ভয়াবহ যে সব মিলিয়ে শেষ ৮ দ্বিপক্ষীয় সিরিজের মাত্র ১টিতে জিতেছে বাংলাদেশ।
২০২৩ বিশ্বকাপের পর ২০টি ওয়ানডে খেলে হেরেছে ১৫টিতেই। আর সবশেষ ১২ ম্যাচে জয় মাত্র ১টি! এই যখন অবস্থা, তখন তুলনামূলক সহজ প্রতিপক্ষকে দিয়ে খরা কাটাতে চায় বাংলাদেশ, ফিরতে চায় ছন্দে।
ঘরের মাঠ, চেনা মুখ, সহজ প্রতিপক্ষ- প্রত্যাবর্তনের জন্য মঞ্চ প্রস্তুত বাংলাদেশের। সেই মঞ্চ রাঙাতে একাদশেও পরিবর্তন এনেছে মেহেদী মিরাজের দল। অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের।
তাকে ক্যাপ পরিয়ে দিয়েছেন সাইফ হাসান। জাতীয় দলের ১৫৪তম ওয়ানডে ক্রিকেটার হতে যাচ্ছেন তিনি। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফির পর আবারো ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটার সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।