বাংলাদেশের হয়ে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান

প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির অবস্থানকে তারা সমর্থন করে। ইএসপিএন ক্রিকইনফো তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আইসিসি তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে
আইসিসি তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে |ইন্টারনেট

বাংলাদেশের পাশে আগেই দাঁড়িয়েছিল পাকিস্তান। দিয়েছিল টাইগারদের ছাড়া বিশ্বকাপে না খেলার হুমকি। ভারতীয় গণমাধ্যম খবরটি গুঞ্জন হিসেবে উড়িয়ে দিলেও ক্রিকইনফো বলছে ইতোমধ্যে এই প্রসঙ্গে আইসিসিকে চিঠি দিয়েছে পিসিবি।

আগামী মাসের শুরুতেই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় তারা।

তবে এখনো আইসিসির সহযোগিতা পায়নি বিসিবি। উল্টো বাংলাদেশকে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে চেষ্টার কমতি রাখেনি। এমনকি গত শনিবার বাংলাদেশে প্রতিনিধিও পাঠায় তারা। তবে মন গলেনি বিসিবি কর্মকর্তাদের।

এদিকে ভারত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় থাকতে পাকিস্তানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। এমনকি এই বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিতে নাকি প্রস্তুত পাকিস্তান। তারা সমর্থন দিচ্ছে বাংলাদেশের সিদ্ধান্তের।

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ঠিক এক দিন আগে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আইসিসিকে পাঠানো চিঠিতে তারা লিখেছে, প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির অবস্থানকে তারা সমর্থন করে। ইএসপিএন ক্রিকইনফো তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

ক্রিকইনফো জানিয়েছে, পিসিবি এই চিঠির অনুলিপি আইসিসি বোর্ড সদস্যদের কাছেও পাঠিয়েছে।

পিসিবির এই চিঠির সময় নিয়ে প্রশ্ন উঠলেও, এতে আইসিসির অবস্থান বদলানোর সম্ভাবনা কম বলেই মনে করছে ক্রিকইনফো।

তারা জানিয়েছে, এখন পর্যন্ত আইসিসি তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। তারা সূচি পরিবর্তন করতে চায় না। আইসিসি আগেই বিসিবিকে জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ীই হবে।