কেটে গেছে শঙ্কা। দূর হয়েছে সব অনিশ্চয়তা। উদ্বেগ সরে হাসি ফুটছে ক্রিকেটারদের মুখে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই মাঠে গড়াচ্ছে ঢাকার ক্লাব ক্রিকেটের নতুন মৌসুম।
প্রথম বিভাগ ক্রিকেট লিগ দিয়ে এবারের মৌসুম শুরুর ঘোষণা দিয়েছেন সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) চেয়ারম্যান আদনার রহমান দীপন। দ্রুত চালু হবে দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগও।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সিসিডিএমের বৈঠকের পর সংবাদমাধ্যমে স্বস্তির এই খবর জানিয়েছেন দীপন।
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত হয়েছে বিসিবির নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরেই তৈরি হয়েছে নানা জটিলতা। যার জেরে ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর একাংশ সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছিল।
যে কারণে অনিশ্চয়তা দেখা দেয় নতুন মৌসুম শুরুর সময় নিয়ে। এই প্রসঙ্গে বুধবার প্রথম বিভাগ ক্লাবগুলোর সাথে বৈঠক করে সিসিডিএম। বৈঠকের পর পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
প্রথম বিভাগের ২০টি ক্লাবের মাঝে ১৬টির সাথে বৈঠক শেষে দীপন বলেন, ‘আজ আমরা প্রথম বিভাগের দলগুলোর সাথে বৈঠক করেছি। প্রায় সব ক্লাবই উপস্থিত ছিল। কিন্তু কেউই বলেনি যে তারা খেলবে না।’
তিনি আরো যোগ করেন, ‘সবাই খেলতে আগ্রহ প্রকাশ করেছে, যদিও সময়সূচি নিয়ে সামান্য কিছু মতপার্থক্য ছিল। ভালো খবর হলো, সবাই খেলতে আগ্রহী। নভেম্বর থেকেই প্রথম বিভাগ শুরু করতে চাই।’
নভেম্বরে প্রথম বিভাগ ক্রিকেট দিয়েই নতুন মৌসুম করতে চায় সিসিডিএম। প্রথম বিভাগে খেলতে না পারলে ক্রিকেটাররা যেন দ্বিতীয় বা তৃতীয় বিভাগে খেলতে পারে, সেই ভাবনা থেকেই এমন পরিকল্পনা।
দীপন বলেন, ‘প্রথম বিভাগ থেকে শুরু করতে চাই, কারণ ফার্স্ট ডিভিশনে না খেলতে পারা ক্রিক্রটাররা সেকেন্ডে খেলবে বা থার্ডে খেলবে। থার্ড আগে শুরু করলে অনেক প্লেয়ারই দল পাবে না।’
যদিও তৃতীয় বিভাগ লিগ গত ১ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রথমে বিসিবি নির্বাচন ও পরে বয়কট ঘোষণার কারণে সেটি পিছিয়ে যায়। এই প্রসঙ্গে দীপন জানান, ‘প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ- তিনটি লিগ প্রায় একইসাথে চলবে। এখনই প্রিমিয়ার বিভাগ অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, কারণ বিপিএল, জাতীয় দলের ব্যস্ততা ও জাতীয় ক্রিকেট লিগের কারণে সূচিতে সঙ্ঘাত হবে। আমরা চেষ্টা করব সূচির কোনো ফাঁকে প্রিমিয়ার লিগ করতে।’
এদিকে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়েও রয়েছে নানা অভিযোগ। এই প্রসঙ্গে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন আদনান দীপন। ‘অভিযোগ শুনি, তবে আনুষ্ঠানিকভাবে সিসিডিএমকে জানায় না। জানালে ব্যবস্থা নেয়া হবে।’
অন্যদিকে প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোর আর্থিক প্রণোদনা এবার বাড়ানো হচ্ছে ৫০ শতাংশ। ক্লাবগুলোকে উৎসাহ দিতে এই অর্থ বাড়ানো হয়েছে দাবি করে দীপন বলেন, ‘প্রথম বিভাগ ক্রিকেট লিগে পার্টিসিপেশন মানি দেয়া হতো ৯ লাখ টাকা। এবার তা ৫০ শতাংশ বাড়ানো হচ্ছে। এতে সাড়ে চার লাখ টাকা বেশি দেবে সিসিডিএম। জার্সি ও ব্যাগপ্যাক বাবদ আরো এক লাখ সব মিলিয়ে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা করে দিচ্ছি।’