যে একাদশ নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ

বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে তানজিদ-সাইফ, তিনে লিটনসহ ব্যাটিং অর্ডারে হৃদয়-জাকের-সোহান; তিন পেসার মোস্তাফিজ, তানজিম ও সাইফুদ্দীনসহ রিশাদ-নাসুম স্পিনে- এমন একাদশই আজ মাঠে নামতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
সন্ধ্যা ৬টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ
সন্ধ্যা ৬টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ |সংগৃহীত

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্যই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে ব্যাটে-বলে রীতিমত দাপট দেখিয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। এবার শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ।

তিন ম্যাচে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।

টানা চার সিরিজ জিতে একটা উদ্যমে ছিল বাংলাদেশ, তবে ঘরের মাঠে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ধবলধোলাই হয় টাইগাররা। যেখানে হারের চেয়ে বড় মাথা ব্যথার কারণ খাপছাড়া ব্যাটিং।

গত কয়েকটি সিরিজে মাঝের ওভারগুলোতে ব্যাটসম্যানরা আশানুরূপ ভালো করতে পারেনি। ফলে বিশ্বকাপের আগ মুহূর্তে এসে নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

তানজিদ তামিমের সাথে ইনিংস শুরু করবেন কে, সাইফ হাসানকে ওপেনিংয়ে খেলা হবে নাকি তিন কিংবা চারে, সেদিক কৌতূহল থাকবে। এছাড়া মাহিদুল ইসলামের অভিষেক হবে কিনা- তা নিয়েও আছে জল্পনা-কল্পনা।

শুধু এই ম্যাচে নয়, গোটা সিরিজেই মিডল অর্ডারের কাঠামো ও পারফরম্যান্সে নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। জাকের আলী, নুরুল হাসান সোহানদেরও জ্বলে ওঠার শেষ সুযোগ এই সিরিজ।

একই সাথে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের ধারায় ফেরায় চ্যালেঞ্জ স্বাগতিকদের। সেই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি চোখ লিটন দাসের দলের। দেখা যাক কতটা পারে বাংলাদেশ।

সম্ভাবনা বলছে আজ সিরিজের প্রথম ম্যাচে ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে খেলতে পারেন সাইফ হাসান। তিন নম্বরে থাকবেন অধিনায়ক লিটন দাস নিজেই। পরে আছেন তাওহীদ হৃদয়, জাকের আলী ও নুরুল হাসান সোহান।

বোলিংয়ে বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলতে পারে। মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবের সাথে দেখা যেতে পারে মোহাম্মদ সাইফুদ্দীনকে। আর রিশাদ হোসেন ও নাসুম আহমেদের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত।

সম্ভাব্য একাদশ

তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, সাইফুদ্দীন, মোস্তাফিজুর রহমান।