কোহলির প্রশংসায় তালেবান নেতা হক্কানি, প্রিয় ক্রিকেটারের অবসরে হতাশ

কোহলি ২০২৫ সালের ১২ মে টেস্ট ক্যারিয়ার শেষ করেন। তখন তার রান দাঁড়ায় ৯২৩০, যা ১০ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ৭৭০ রান কম।

নয়া দিগন্ত অনলাইন
কোহলির প্রশংসায় তালেবান নেতা আনাস হক্কানি
কোহলির প্রশংসায় তালেবান নেতা আনাস হক্কানি |সংগৃহীত

এবার ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন আফগানিস্তানের তালেবান নেতা আনাস হক্কানি। বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের বিষয়ে নিজের মতামত জানাতে গিয়ে তিনি এই মুগ্ধতা প্রকাশ করেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) জিও নিউজ জানায়, সম্প্রতি ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন আনাস হক্কানি। সেখানে তিনি বলেন, ‘রোহিটের টেস্ট থেকে অবসর নেয়া ঠিক ছিল। তবে কোহলির অবসরের কারণ আমি বুঝতে পারিনি। পৃথিবীতে খুব কম মানুষই এত অনন্য। আমার ইচ্ছে ছিল, সে যেন ৫০ বছর পর্যন্ত খেলে যায়।’

তিনি আরো বলেন, ‘হয়তো ভারতীয় মিডিয়ার জন্য সে বিরক্ত হয়ে গিয়েছিল। অথচ তার হাতে সময় ছিল। আপনি দেখতেই পাচ্ছেন জো রুট এখনো শচীন টেন্ডুলকারের টেস্ট রানের রেকর্ডের পেছনে ছুটছে। কোহলির জন্যও এই সুযোগ ছিল।’

কোহলি ২০২৫ সালের ১২ মে টেস্ট ক্যারিয়ার শেষ করেন। তখন তার রান দাঁড়ায় ৯২৩০, যা ১০ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ৭৭০ রান কম। এর পাঁচ দিন আগে, ৭ মে, রোহিত শর্মা টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন।

তাদের বিদায়ের পর ভারতের টেস্ট নেতৃত্ব যায় ২৫ বছর বয়সী শুভমান গিলের হাতে। ইংল্যান্ড সফরে তার নেতৃত্বে ভারত ২-২ ড্র করে সিরিজ শেষ করে।

এখন কোহলি ও রোহিত কেবল ওয়ানডে ফরম্যাটে খেলছেন। আগামী অক্টোবর অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তারা আবার মাঠে নামবেন।

বর্তমানে ভারত এশিয়া কাপ ২০২৫ খেলছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয়ে শুরু করেছে তারা। ভারত ও আফগানিস্তান উভয় দল সুপার ফোরে উঠতে পারলে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।