ঝলক দেখিয়ে চলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আবারো ঝড় তুললেন ব্যাট হাতে। ১৯ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলে নিশ্চিত করেন দলের জয়। টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল নিয়েছে রংপুর রাইডার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রান তোলে চট্টগ্রাম রয়্যালস। ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স।
১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে লিটন দাসকে (১০) হারায় রংপুর। এরপর ডেভিড মালানকে নিয়ে শুরুর ধাক্কা ভালোভাবেই সামাল দেন কাইল মায়ার্স। দ্বিতীয় উইকেটে গড়েন ৫৯ রানের জুটি।
জুটি ভাঙে মায়ার্সের (৫০) বিদায়ে। ২৫ বলে ফিফটি হাঁকিয়ে ফেরেন ক্যারিবিয়ান এ ব্যাটার। তবে এরপর দ্রুত কয়েকটি উইকেট হারায় রংপুর। ৮০ থেকে ১১৭—এই ৩৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারায়তারা।
মায়ার্সের পর তাওহীদ হৃদয় (১৭) ও মালানের (৩০) উইকেট হারায় দলটি। তবে সেই চাপ সামলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ। দু’জনে মিলে ২২ বলে গড়েন ৪৭ রানের জুটি। খুশদিল আউট হন ১২ বলে ২২ করে।
তবে মাহমুদউল্লাহ ফেরেন জয় নিশ্চিত করে। তার সাথে ছিলেন নুরুল হাসান সোহান (৩)।
এর আগে, টসে হেরে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪৮ রান তুলে চট্টগ্রাম। যদিও হারাতে হয় মোহাম্মদ নাইম (১৬) ও মাহমুদুল হাসান জয়ের (১২) উইকেট। তবে দাঁড়িয়ে যান অ্যাডাম রসিংটন।
হাসান নাওয়াজকে নিয়ে ৬১ বলে ৮২ রানের জুটি গড়েন রসিংটন। ১৬ ওভার শেষে দলকে ১৩৬ রানে রেখে ফেরেন তিনি। রসিংটন আউট হন ৪১ বলে ৫৮ করে। পরের ওভারে নাওয়াজ ফেরেন ৩৮ বলে ৪৬ রান নিয়ে।
এরপর শেখ মেহেদী হাসান ৭ বলে ১৩ ও আমির জামাল ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। আকিফ জাভেদ ২৯ রানে ২ ও মোস্তাফিজ ৩২ রানে নেন ২ উইকেট।
এ জয়ে পাঁচ ম্যাচে চারটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রংপুর রাইডার্স। এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম রয়্যালস। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিলেট।



