বেজে ওঠেছে বিপিএলের দামামা। ফ্রাঞ্চাইজি মালিকানা নিশ্চিত হবার পর থেকেই দল গোছাতে শুরু করেছে সবাই। যেখানে এগিয়ে রাজশাহী ওয়ারিয়র্স, তবে পিছিয়ে নেই সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস।
আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএল, শেষ হবে ৬ জানুয়ারি। ৫ দলের এ আসরকে সামনে রেখে ১৭ নভেম্বর গড়াবে প্লেয়ার্স ড্রাফট। এর আগেই অবশ্য ক্রিকেটার ভেড়াতে শুরু করেছে দলগুলো।
রাজশাহী ওয়ারিয়র্স ইতোমধ্যে হান্নান সরকারকে প্রধান কোচ করে সাজাতে শুরু করেছে দল। পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও দেশীয়দের মাঝে তানজিদ হাসান তামিমকে দলভুক্ত করেছে তারা।
ঠিকানা নির্ধারণ হয়ে গেছে তারকা পেসার তাসকিন আহমেদের। তাকে আগে ভাগেই দলে ভেড়াচ্ছে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে মেহেদী মিরাজ ও নাসুম আহমেদ খেলবেন সিলেট টাইটান্সের হয়ে।
গত আসরে তাসকিন খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে। ঢাকার বিপক্ষে একটি ম্যাচে রাজশাহীর হয়ে তিনি একাই ৭ উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে রাজশাহীর হয়ে ১২ ম্যাচে নিয়েছিলেন ২৫ উইকেট।
বিপিএলে সাতটি দলের হয়ে এখনো পর্যন্ত ৯০ ম্যাচ খেলে ১২৭ উইকেট নিয়েছেন এ পেসার। নিশ্চিতভাবেই আগামী আসরেও পুরনো ছন্দ ধরে রাখতে চাইবেন তিনি। সেই সাথে মেটাতে চাইবেন শিরোপা আক্ষেপও।
অন্যদিকে গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। তবে এবার এ যুগলকে দেখা যাবে সিলেটের হয়ে।
গত আসরে ব্যাটিংয়ে ৩৩৫ রান করা মিরাজ বোলিংয়ে নিয়েছিলেন ১৩ উইকেট। এমন পারফরম্যান্সের পর হয়েছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও। অন্যদিকে বল হাতে ১৩ উইকেট নেন নাসুমও।



