আইপিএলের প্রথম মৌসুমেই বিতর্কে জড়িয়েছিলেন হরভজন সিং। তখন মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতেন তিনি। ম্যাচের শেষে আচমকাই কিংস ইলেভেন পাঞ্জাবের শ্রীশান্তকে চড় কষিয়েছিলেন সাবেক এই ভারতীয় স্পিনার। টিভির পর্দায় ভেসে উঠেছিল- চড় খেয়ে শ্রীশান্তের চোখ থেকে পানি পড়ছে।
শুক্রবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনার ১৮ বছর পর ‘স্ল্যাপগেট’ বিতর্কের একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন আইপিএলের তৎকালীন কমিশনার ললিত মোদি।
একটি পডকাস্টে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের সাথে এক সাক্ষাৎকারে ললিত মোদি সেই ফুটেজটি শেয়ার করেন। যা এতদিন না দেখা ছিল। ফুটেজ দেখানোর আগে ললিত বলেন, ‘খেলা শেষ হয়ে গিয়েছিল। ক্যামেরাও বন্ধ ছিল। আমার একটি সিকিউরিটি ক্যামেরা চালু ছিল। সেখানেই শ্রীশান্ত আর ভাজ্জির ঘটনাটির ভিডিও রেকর্ড হয়। ভাজ্জি উল্টো হাতে সপাটে চড় মারে শ্রীশান্তকে। এতদিন এই ভিডিও আমি প্রকাশ্যে আনিনি। ১৮ বছর পর এটা সমক্ষে আনলাম।’
ভিডিওতে দেখা যাচ্ছে, হরভজনের হাতে চড় খেয়ে হতচকিত শ্রীশান্ত। আর ভাজ্জি তখন রীতিমতো উত্তেজিত। দুই ক্রিকেটারকেই সামলাতে দেখা যায় সতীর্থদের। সম্প্রতি ‘কুট্টি স্টোরিজ’ অনুষ্ঠানে রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে হরভজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার জীবন থেকে কোনো ঘটনা মুছে ফেলতে চান? উত্তরে ভাজ্জি বলেন, আমার জীবন থেকে একটা জিনিস বদল করতে চাই। তা হল শ্রীশান্তের সাথে ঘটে যাওয়া সেই ঘটনা।
তিনি আরো বলেন, ক্যারিয়ার থেকে সেই ঘটনা মুছে ফেলতে চাই। যা ঘটেছিল, সেটা ভুল ছিল। অন্তত ২০০ বার ক্ষমা চেয়েছি। ওই ঘটনার এতগুলো বছর পরেও আমার মধ্যে খারাপ লাগাটা কাজ করে। যখনই সুযোগ পাই, তখনই এটা নিয়ে ক্ষমা চাই।
ঘটনাটি ঘটেছিল মোহালিতে মুম্বাই বনাম পাঞ্জাব ম্যাচে। সেই ম্যাচে ৬৬ রানে হেরে যায় মুম্বাই। ম্যাচের শেষে মাঠ থেকে বের হওয়ার সময়েই বিপত্তি ঘটে। হেরে যাওয়ার রাগ সামলাতে না পেরে শ্রীশান্তকে চড় মারেন সেই ম্যাচে মুম্বাইয়ের অধিনায়ক হরভজন।
এই ঘটনার ফলে সেই মৌসুমের আইপিএল থেকে নির্বাসিত হন তিনি। বিসিসিআইও পাঁচটি ম্যাচের জন্য তাকে নির্বাসনে পাঠায়। ভাজ্জি মনে করিয়ে দিয়েছিলেন, শ্রীশান্তের মেয়ে একবার তাকে দেখে রেগেমেগে বলে বসে, ‘তোমার সাথে কথা বলতে চাই না। তুমি আমার বাবাকে মেরেছ।’ যা সাবেক অফ স্পিনারের মনে গভীর প্রভাব ফেলেছিল। আর এবার ললিত মোদির প্রকাশ করা ভিডিও সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
-ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন