শক্তিশালী দল নিয়ে রোববার বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

১৫ জানুয়ারি জিম্বাবুয়ে ও নামিবিয়ায় শুরু হবে যুব বিশ্বকাপের নতুন সংস্করণ। আসন্ন ওই আসরকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।

নয়া দিগন্ত অনলাইন
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে অনূর্ধ্ব-১৯ দল
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে অনূর্ধ্ব-১৯ দল |নয়া দিগন্ত

বৈশ্বিক আসরে বাংলাদেশের বড় সাফল্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। ২০২০ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টাইগার যুবারা। তবে এরপর দুই আসরে প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশের যুবারা।

এবার শিরোপার সেই পুরনো লক্ষ্য নিয়ে নতুন মিশনে যাচ্ছেন আজিজুল হাকিম, জাওয়াদ আবরাররা। ১৫ জানুয়ারি জিম্বাবুয়ে ও নামিবিয়ায় শুরু হবে যুব বিশ্বকাপের নতুন সংস্করণ। আসন্ন ওই আসরকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। সহ-অধিনায়ক করা হয়েছে জাওয়াদ আবরারকে।

রোববার (৪ জানুয়ারি) রাতেই বিশ্বকাপ মিশনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে তামিম বাহিনী। এর আগে, আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হয়ে গেল অনূর্ধ্ব-১৯ দলের আনুষ্ঠানিক ফটোসেশন।

ছবি তোলার পর্ব শেষ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিরোপা পুনরুদ্ধারের ব্যাপারে আত্মবিশ্বাসের জানান দেন অধিনায়ক তামিম।

তিনি বলেন, ‘মানসিক ও শারীরিক সবদিক থেকে আমরা আত্মবিশ্বাসী। দু’ বছর ধরে আমরা যত ম্যাচ খেলেছি, আপনি দেখেন আমাদের ১৫টা ক্রিকেটারই কিন্তু অভিজ্ঞতা পেয়েছে। অনেকে ডিপিএল, বিপিএলের মতো বড় বড় জায়গায় খেলেছে। তাই সবাই অভিজ্ঞ।’

স্বাগতিক দেশ জিম্বাবুয়ে হওয়ায় একটু বেশিই আত্মবিশ্বাসী তামিম। বলেন, ‘জিম্বাবুয়ে এমন জায়গা, যেখানে আমরা আগে একটা সিরিজ খেলেছি। তাই সবদিক থেকে আমি মনে করি যে আমরা আত্মবিশ্বাসী আছি। প্রত্যেকটা মানুষই চায়, আমরা চ্যাম্পিয়ন হতে পারি। ইনশাআল্লাহ ওভাবে সেই লক্ষ্যে যাইতেছি। ভালোটা দেয়ার চেষ্টা করব।’

তামিমরা যে যথেষ্ট প্রস্তুতির সুযোগ পেয়েছেন, তা বলছে পরিসংখ্যানও। ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর গত ২৩ মাসে ৩২টি যুব ওয়ানডে খেলেছে বাংলাদেশ। বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি।

দ্বিতীয় সর্বোচ্চ ২৫টি যুব ওয়ানডে খেলেছে ইংল্যান্ড। তাই ম্যাচ খেলার অভিজ্ঞতার বিচারে বাকিদের চেয়ে এগিয়েই থাকার কথা বাংলাদেশের। অন্যদিকে ১৯টি ওয়ানডে খেলেছে ‘বি গ্রুপের’ প্রতিপক্ষ ভারত।

‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের যুবারা এই সময়ে কোনো ওয়ানডে ম্যাচই খেলেনি। তাই বলা যায়, অভিজ্ঞতা ও প্রস্তুতিতে বেশ এগিয়ে আছে বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশ দলের স্কোয়াড : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো: আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী এলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।