সাকিবকে ছাপিয়ে বল হাতে টেস্ট ক্রিকেটের রাজা তাইজুল

ক্যারিয়ারে ৭১ ম্যাচ খেলে ১২১ ইনিংসে ২৪৬ উইকেট নিয়েছিলেন সাকিব, যেখানে তাইজুল তাকে ছাপিয়ে গেছেন মাত্র ৫৭ টেস্টে, ১০২ ইনিংসে।

নয়া দিগন্ত অনলাইন
তাইজুল ইসলাম
তাইজুল ইসলাম |ইন্টারনেট

প্রথম ইনিংসেই বসে গিয়েছিলেন সাকিব আল হাসানের পাশে, দ্বিতীয় ইনিংসে আর বেশি সময় নিলেন না তাকে ছাড়িয়ে যেতে। বল হাতে টেস্ট ক্রিকেটে দেশের রাজা এখন তাইজুল ইসলাম।

মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সাকিবের সমান ২৪৬ উইকেট হয়েছিল তাইজুলের। দ্বিতীয় ইনিংসে দেরি করেননি তিনি, ষষ্ঠ ওভারেই পান ২৪৭তম উইকেটের দেখা।

শনিবার অ্যান্ডি ব্যালবার্নিকে এলবিডব্লিউ করেন তাইজুল। রিভিউ নিয়েও লাভ হয়নি আইরিশ অধিনায়কের। টিভি আম্পায়ার আউট দেয়া মাত্রই রেকর্ড বুকে নাম লেখান তাইজুল।

ক্যারিয়ারে ৭১ ম্যাচ খেলে ১২১ ইনিংসে ২৪৬ উইকেট নিয়েছিলেন সাকিব, যেখানে তাইজুল তাকে ছাপিয়ে গেছেন মাত্র ৫৭ টেস্টে, ১০২ ইনিংসে।

২৪৭ উইকেট নিতে সাকিব ১৯ বার ইনিংসে নিয়েছেন পাঁচ বা তার বেশি উইকেট। আর ২ ম্যাচে নিয়েছেন ১০ বা এর বেশি উইকেট। অন্যদিকে তাইজুল দুইবার নিয়েছেন ১০ উইকেট। আর ইনিংসে ১৭ বার ৫ উইকেট নিয়েছেন।

বাংলাদেশের বোলারদের মাঝে তাইজুল-সাকিবের পরেই আছেন মেহেদী মিরাজ। এখন পর্যন্ত ৯৭ ইনিংসে ২০৯ উইকেট নিয়েছেন অভিজ্ঞ অফস্পিনার। দেশের হয়ে আর কেউ ১০০ উইকেটও নিতে পারেননি।