আইসিসি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে না সরানোয় পাকিস্তানও টুর্নামেন্টটি বয়কটের দ্বারপ্রান্তে রয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডেইলি জংগ জানায়, এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বিষয়ে গভীর চিন্তা শুরু করে দিয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বাংলাদেশের চলমান পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান টি-২০ বিশ্বকাপ বয়কট করতে পারে।
বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি খেলবে না, সে বিষয়ে আজ সিদ্ধান্ত নেবে বিসিবি। এরই মধ্যে বিশ্বকাপের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সাথে বৈঠকের ডাক দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
ডেইলি জংগ জানিয়েছে, আজ বিশ্বকাপে খেলা না খেলার ব্যাপারে খেলোয়াড়দের মতামত চাওয়া হবে। তবে, দলের একাধিক সিনিয়র খেলোয়াড় ভারতের মাটিতেই বিশ্বকাপ খেলতে ইতিবাচক মনোভাব পোষণ করছেন বলে জানা গেছে।
বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না; বরং অন্য কোনো বিকল্প দেশে গিয়ে খেলবে- বিসিবির এই দাবি গতকাল প্রত্যাখান করেছে আইসিসি। একইসাথে জানিয়ে দিয়েছে, ভারতে গিয়ে না খেললে বাংলাদেশকে ছাড়াই টুর্নামেন্টটি আয়োজন করা হবে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশকে একদিনের আল্টিমেটাম দেয় আইসিসি। সেই আল্টিমেটাম আজ শেষ হবে এবং বিসিবিকে এই সময়ের মধ্যে নিজেদের সিদ্ধান্ত আইসিসিকে জানাতে হবে। এখন দেখার বিষয় বাংলাদেশ কী সিদ্ধান্ত নেয়, তার ওপর ভিত্তি করেই হয়ত পাকিস্তানও নিজেদের সিদ্ধান্ত জানাবে।
সূত্র : ডেইলি জংগ ও জিও নিউজ



