পারল না দক্ষিণ আফ্রিকা, হেসেখেলেই সিরিজ জয় ভারতের

জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বোলারাই। প্রোটিয়াদের ২৭০ রানে আটকে দিয়ে ব্যাটারদের কাজটা সহজ করে দেন প্রসিধ কৃষ্ণ, কুলদীপ যাদবরা। যেখানে দাঁড়িয়ে ভারতকে ৯ উইকেটের জয় এনে দেন যশস্বী জয়সাওয়াল।

নয়া দিগন্ত অনলাইন
সিরিজ জয় ভারতের
সিরিজ জয় ভারতের |নয়া দিগন্ত

প্রথম দুই ম্যাচে উত্তাপ ছড়িয়েছিল বেশ, দেখা গিয়েছিল বড় রান। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে তেমন উত্তেজনা ছিল না। দক্ষিণ আফ্রিকাকে পাত্তা দেয়নি ভারত, তুলে নেয় সহজ জয়। হেসেখেলেই নিশ্চিত করেছে সিরিজ।

জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বোলারাই। প্রোটিয়াদের ২৭০ রানে আটকে দিয়ে ব্যাটারদের কাজটা সহজ করে দেন প্রসিধ কৃষ্ণ, কুলদীপ যাদবরা। যেখানে দাঁড়িয়ে ভারতকে ৯ উইকেটের জয় এনে দেন যশস্বী জয়সাওয়াল।

বিশাখাপত্তনমে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে শনিবার মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচ শেষে স্কোর ১-১ সমতা থাকায় সিরিজের শেষ ম্যাচটা রূপ নেয় অলিখিত ফাইনালে।

সিরিজ জয়ের আগে আরো একটা আরাধ্য জয় পায় ভারত। অনেক অপেক্ষার পর ওয়ানডেতে টস জয়ের স্বাদ পায় ম্যান ইন ব্লুরা। বিশাখাপত্তনমে এসে ২০ ম্যাচ পর টস জিতল ভারত, নেয় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

আগে ব্যাট করতে নেমে শুরুতেই রায়ান রিকেল্টন (০)৷ হারায় দক্ষিণ আফ্রিকা। তবে এরপর টেম্বা বাভুমাকে নিয়ে সেখান থেকে দলকে ঘরে দাঁড় করান কুইন্টন ডি কক। ১২১ বলের জুটিতে যোগ হয় ১০৯ রান।

বাভুমা ৬৭ বলে ৪৮ করে ফিরলে ম্যাথু ব্রিটজকে নিয়ে (২৩ বলে ২৪) দলকে ২৮ ওভারে ১৬৪ রানে পৌঁছে দেন ডি কক। এরপরই নামে ধস। ডি ককও ফেরেন এই সময়, ৮৯ বলে ১০৬ রানের ইনিংস খেলে আউট হন তিনি।

এরপর ডেয়াল্ড ব্রেভিস বল সমান ২৯ আর শেষদিকে কেশভ মহারাজ ২৯ বলে অপরাজিত ২০ রান করে দলকে ২৭০ পর্যন্ত নিতে পারেন। ৪৭.৫ ওভারে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

প্রসিধ কৃষ্ণ আর কুলদিপ দু’জনই নেন চারটি করে উইকেট। একটি করে উইকেট অর্শদিপ সিং ও রবীন্দ্র জাদেজার।

লক্ষ্য তাড়ায় ভারত উদ্বোধনী জুটিতেই জয়ের সুবাস পেয়ে যায়। রোহিত শর্মা ও জয়সাওয়াল মিলে তুলে দেন ১৫৫ রান। রোহিত ৭৩ বলে ৭৫ করে আউট হলেও প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন জয়সাওয়াল।

বাকি পথটা বিরাট কোহলিকে নিয়ে অনায়াসে পাড়ি দেন তিনি। জয়সাওয়াল ১২১ বলে ১২ চার আর দুই ছক্কায় অপরাজিত থাকেন ১১৬ রানে। ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন কোহলি।